মিঠাপুকুর-ফুলবাড়ী মহাসড়ক

ট্রাকে পাথর ওভারলোড বাড়ছে সড়ক দুঘর্টনা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর ও দিনাজপুরের ফুলবাড়ী এশিয়ান হাইওয়ে মহাসড়কে চলছে ধারণক্ষমতার চেয়ে ট্রাকে পাথর ওভারলোড। ফলে বদরগঞ্জ উপজেলার মহাসড়কের ওপর সৃষ্ট যানজটসহ প্রতিনিয়ত ঘটছে সড়ক দুঘর্টনা। সেইসঙ্গে অতিরিক্ত মালবোঝাই গাড়ি চলাচলের কারণে মহাসড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প থেকে প্রতিদিন শত শত পাথরবোঝাই ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে থাকে। খনি কতৃর্পক্ষ একটি বড় ট্রাকে ১৮ টন পাথর পরিবহনের নিদের্শ দিয়ে থাকলেও পাথর ক্রেতারা খনির বাইরে স্থানীয় দালাল চক্রের সঙ্গে অঁাতাত করে মহাসড়কের ওপর ট্রাক থামিয়ে ১৮ টনের স্থলে ৪২ টন পাথর ওভারলোড করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মধ্যপাড়া খনিজ শিল্প এলাকা পরিদশের্ন এসে বলেছিলেন, প্রতিটি গাড়িতে সবোর্চ্চ ১৮ টন পাথর পরিবহন করতে। অথচ মন্ত্রীর নিদের্শনা অমান্য করে ৪২ টন পযর্ন্ত অবৈধভাবে পাথর পরিবহন করা হচ্ছে। জানা যায়, খনির অদূরে শালবনসংলগ্ন স্থানটি পাবর্তীপুর উপজেলার শেষ সীমানা এবং নবাবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হওয়ায় পূবর্ রসুলপুর গ্রামের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক ওভারলোডিং কাজে সহায়তা দিয়ে আসছে। এ বিষয়ে, মধ্যপাড়া পুলিশ ফঁাড়ির টু ইনচাজর্ এএসআই মুকুল বলেন, ব্যবসায়ীরা পুলিশ ফঁাড়ির নাম ভাঙিয়ে মহাসড়কে অবৈধ ব্যবসা করে আসছে। শিগগিরই পাথর ওভারলোড বন্ধ করবেন তারা।