সন্ত্রাসীসহ আটক ৭৭

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসীসহ ৭৭ জনকে আটক করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : সাতক্ষীরা : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন নেতা-কমীর্ ও দুই মাদক ব্যবসায়ীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদশর্ক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার পৌর এলাকার বৌলাই রাজকুন্তি বৌলাই বাজার থেকে শুক্রবার রাতে সোহাগ, মাহমুদুর রহমান, হৃদয়Ñ তিনজনকে ১৯৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ মো. আবু শামা ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। মাদারীপুর : র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় শুক্রবার রাতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সাতপাড়ের রামদিয়া সড়কের পুইসুর হতে মো. সুমন নামের এক ব্যবসায়ীকে পাথরের মূতির্সহ আটক করে। মাদারীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বোয়ালখালী : বোয়ালখালীতে শুক্রবার সন্ধ্যা সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। থানার সহকারী উপপরিদশর্ক মনিরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ মো. সাইরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাথারিয়া ইউনিয়ন থেকে শুক্রবার সন্ধ্যায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারীতে শুক্রবার রাতে মমিনুল হক নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে শুক্রবার বিকালে মৃত্যুদÐ সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান আলীকে (৪০) ৫ বছর পর পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে মুন্সীগঞ্জ আদালত হাজতে পাঠানো হয়েছে। হাসান আলী সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের কুমারখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে। সিরাজদিখান থানার অফিসার ইনচাজর্ মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।