ছাত্রলীগের দু’পক্ষে সংঘষর্ আহত ৫

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সরকারি কলেজে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু-পক্ষের মধ্যে দফায় দফায় সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে পুলিশের বিশেষ শাখার এক সদস্যসহ ছাত্রলীগের ৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে প্রথমে পটুয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে ও পরে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে এ সংঘষের্র ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। পুলিশ ও প্রত্যাক্ষদশীর্রা জানান, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সকালে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রæপের জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মইন খান চানু গ্রæপের মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াজ সিকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার আরজু, ছাত্রলীগ কমীর্ সুমন মাহমুদসহ পঁাচজন আহত হন। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের বিশেষ শাখার সদস্য জামাল উদ্দিনও আহত হন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার জানান, কোনো ধরনের উসকানি ছাড়াই জামায়াত বিএনপির ক্যাডাররা কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে আহত করেছে। সদর থানার অফিসার ইনচাজর্ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বতর্মানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছে।’