ধুনটের সোনালি পাটে কৃষকের সোনালি স্বপ্ন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে খালের পানিতে পাটের অঁাশ ছাড়াতে ব্যস্ত এক কৃষক Ñযাযাদি
বগুড়ার ধুনট উপজেলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। ন্যায্যমূল্য পাওয়ার আশায় নতুন পাট ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে এলাকার কৃষক-কৃষাণীরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধুনট উপজেলায় এক হাজার ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়। আর পাট চাষ হয়েছে এক হাজার ৪৫০ হেক্টর জমিতে। তবে পাট চাষের লক্ষ্যমাত্রা কিছুটা কম হলেও ন্যায্যমূল্য পাওয়ায় সুদিনের আশা করছে কৃষকরা। এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে পাট চাষে খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। আর ভালো ফলন হলে ৮ থেকে ১০ মণ পাট পাওয়া যায়। এ ছাড়া পাটকাঠির চাহিদা থাকায় সেখান থেকেও কিছুটা মূল্য পাওয়া যায়। ইতোমধ্যে বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। গত বছরের তুলানায় দামও ভালো। তোষা জাতের পাট ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা পযর্ন্ত আর মেচতা জাতের পাট ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা সহকারী কৃষি কমর্কতার্ আব্দুস সোবাহান জানান, পাটের চাষ কম হলেও ফলন ভাল হয়েছে। এ ছাড়া এবছর পাটের দাম অনেকটা ভাল। তাই কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছেন।