জনগণের দোরগোড়ায় সব সেবা পৌঁছে দিতে হবে নেত্রকোনার এসপি

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেছেন, মুজিববর্ষের অঙ্গীকার- পুলিশ হবে জনতার। এই স্স্নোগানকে লালন করে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ পুলিশকে জনগণের দোরগোড়ায় সব সেবা পৌঁছে দিতে হবে। মঙ্গলবার নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলামকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আলআমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন প্রমুখ।