লক্ষ্যমাত্রার অধিক জমিতে রোপা আমন আবাদ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরায় লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। চলতি মৌসুমে জেলার চার উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ ৫৭ হাজার ৮৬৭ হেক্টর জমিতে রোপা আমান ধান চাষের লক্ষ্যমাত্রা নিধার্রণ করেছিল। সেখানে ৫৮ হাজার ৪৩০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলায় ২২ হাজার ৩০০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১১ হাজার ৭০ হেক্টর, শালিখা উপজেলায় ১৩ হাজার ৩৬০ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ১১ হাজার ৭০০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৫৬৩ হেক্টর বেশি। চাষকৃত জমি থেকে এ মৌসুমে ১ লাখ ৬১ হাজার ১৬৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে। চলতি মৌসুমে সময়মতো বৃষ্টিপাত হওয়া, সারসহ অন্যান্য কৃষি উপকরণের কোনো সংকট না থাকায় কৃষকরা ইচ্ছামতো ধান আবাদ করতে সক্ষম হয়েছে। অধিকাংশ কৃষক কৃষি অফিসের পরামশর্ মতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের ধানের আবাদ করেছে। এর মধ্যে ব্রি-৫৯, ব্রি-৫৭, ব্রি-৬২, ব্রি-৩৯, ব্রি-৩৩, ব্রি-৭২, ব্রি-৭৫, বিনা-৭, বিআর-১১, জিএস-১, গুটি স্বণর্সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধান চাষ হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি কমর্কতার্ কৃষিবিদ মোঃ আতিকুল ইসলাম বলেন, প্রতিটি উপজেলায়ই এ বছর চলতি রোপা আমন মৌসুমে লক্ষ্যমাত্রার তুলনায় অধিক জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকায় প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়া, সময়মতো জমিতে সার প্রয়োগ করা এবং কৃষি বিভাগের পরামশর্ মেনে চলার কারণে বতর্মান পযর্ন্ত ক্ষেতের ধান যথেষ্ট ভালো রয়েছে। তা ছাড়া কৃষি বিভাগের কমর্কতার্-কমর্চারীগণ সাবর্ক্ষণিক মাঠপযাের্য় বেশ তদারকিও করছেন। প্রাকৃতিক দুযোর্গ ব্যতীত আবহাওয়া যদি এ মৌসুমে এমনই থাকে, তাহলে এ বছর রোপা আমন ধানের ব্যাপক বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।