মাদক ব্যবসায়ীসহ আটক ৯০

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দুইদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯০ জনকে আটক করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে। পুলিশ শিশুটির নানার অভিযোগে ঘটনায় জড়িত হাবিবুল্লাহ হবিকে গ্রেপ্তার করেছে। মান্দা (নওগঁা) : নওগঁার মান্দায় প্রতারণার একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিরল (দিনাজপুর) : বিরলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হয়েছে ৩ জন। গাজীপুর : গাজীপুরে চাকরি দেয়ার নামে মারধর করে অথর্ হাতিয়ে নেয়ার অভিযোগে রোববার সকালে ৭ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে গাছা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগমসহ ৩ জনকে শনিবার রাত ১০টার দিকে সরকারি ৪৮০ কেজি চাল আত্মসাতের অভিযোগে আটক করেছে থানা পুলিশ। সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার বড়চওনা মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় বিএনপির অঙ্গগঠন যুবদল নেতা রবিউলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। ঝিনাইদহ : ঝিনাইদহ জেলায় পুলিশের অভিযানে ১ জামায়াত ও ১ শিবিরসহ ৬৬ জন গ্রেপ্তার, বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেনাপোল (যশোর) : বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ডলার, মোবাইল, ডিভিডি. ঘড়ি, ক্যাসকাডর্, বৈদেশিক টাকা, একাধিক পাসপোটর্সহ নান্না ও রাজ্জাক নামে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বডার্রগাডর্ বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৬টার সময় তাদের পুটখালী সীমান্ত থেকে আটক করা হয়।