ডিজিটাল নিরাপত্তা আইন ‘স্বাধীন মত প্রকাশের হরণের জন্য নয়’

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আশুলিয়া (সাভার) সংবাদদাতা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যম বা কারো স্বাধীন মত প্রকাশ হরণ করা জন্য নয়, এই আইন ডিজিটাল অপরাধ দমনের জন্যÑ যা সব নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রোববার দুপুরে আশুলিয়ার জিরাবোতে বে-সরকারি মোবাইল ফোন কোম্পানি সিম্ফনি’র নবনিমির্ত মোবাইল ফোন কারখানার কাযর্ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোস্তাফা জব্বার। তথ্য যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ সময় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, এ ধারা নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়, তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে নাÑ এমন প্রশ্নও তিনি তোলেন। এ ছাড়া ?তিনি অনলাইন নিউজ পোটাের্লর সাংবাদিকদের সমালোচনা করে, প্রকৃত সাংবাদিক নিধার্রণে সাংবাদিক নেতাদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, এক সময় আমাদের আমদানির ওপর নিভর্র করতে হলেও আজ আমরা দেশেই পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রপ্তানি করছি যা আমাদের উচ্চ পযাের্য় নিয়ে গেছে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার কারখানায় এলে তাকে স্বাগত জানান এডিসন গ্রæপের চেয়ারম্যান আমিনুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ এবং পরিচালক এসএম মোশের্দুজ্জামান। পরে তিনি সফরসঙ্গীদের নিয়ে সিম্ফনি মোবাইল ফোন কারখানার প্রোডাকশন লাইন, গবেষণা ও উন্নয়ন বিভাগ, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব ঘুরে দেখেন।