সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পুরস্কার কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত তিন দিনের বৃক্ষমেলায় ৬ কৃষককে পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে স্টল ও ফলের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমর্কতার্ আ. মান্নান, সাবেক উপজেলা কৃষি কমর্কতার্ মো. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কমর্কতার্ শিপন চন্দ্র ঘোষসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ। প্রীতি ফুটবল ম্যাচ শেরপুর প্রতিনিধি শেরপুর এবং জামালপুর জেলা স্বণির্শল্পী সমিতির মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে এ ফুটবল ম্যাচে জামালপুর জেলা স্বণির্শল্পী সমিতি শেরপুর জেলা স্বণির্শল্পী সমিতিকে পরাজিত করে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বাজুস শেরপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদ, জেলা স্বণির্শল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলী হোসেন, জামালপুর জেলা স্বণির্শল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হানিফ উদ্দিন প্রমুখ। সম্মেলন শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকিপুর ব্রাহ্মণপাড়া মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রিবাষির্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রণজিৎ বরকন্দাজকে সভাপতি ও জয়দেব বিশ^াসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ত্রিবাষির্ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ। উদ্বোধন টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা শুক্রবার বিকাল ৪টায় টঙ্গিবাড়ী উপজেলার সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধনা দত্ত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার হষর্বধর্ণ শ্রিংলা। ফজলুল হক স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, ইউএনও হাসিনা আক্তার, ওসি শাহ আওলাদ হোসেন, আ’লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবতীর্ প্রমুখ। আনন্দ শোভাযাত্রা বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা নেত্রকোনার বারহাট্টা কলেজকে সরকারীকরণ করায় শনিবার বারহাট্টায় এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বারহাট্টা সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, ইউএনও ফরিদা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান এম এ আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা বেগম প্রমুখ। নিবার্চন স্থগিত সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ২২ সেপ্টেম্বরের নিবার্চন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি নিবার্চন পরিচালনা কমিটির সদস্য ও সদর সাকের্ল মেরিনা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এ বিজ্ঞপ্তি প্রদান করা হয়। আগামী ৭ দিনের মধ্যে আদালত কারণ দশাের্নার নোটিশ জারি করেছে। বিতরণ আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা আশাশুনির স্যোশাল ডেভালপমেন্ট ফাউন্ডেশন (এস ডিএফ)-এর আথির্ক প্রতিষ্ঠান বিভাগ। অথর্মন্ত্রণালয় নতুন জীবন লাইভলীহুড ইমপ্রভমেন্ড প্রজেষ্ট (এন.জে.এল আই.পি)-এর অধিনে উপজেলার ৭নং বুধহাটা ক্লাষ্টার অফিসের আয়োজনে। রোববার সকালে আশাশুনির ৭নং বুধহাটা ক্লাষ্টার অফিসের ৩২ জন কমিউনিটি রিসোসর্ সদস্য মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আশাশুনির ৭নং বুধহাটা ক্লাষ্টার অফিসের ক্লাষ্টার অফিসার এম.এ কাদের সবুজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্থাপক কাজল চন্দ্র দে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাজারুল ইসলাম। পোনা অবমুক্ত সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরন হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা হক উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা মৎস্য কমর্কতার্ আরাফাত উদ্দিন আহম্মেদ, সোনাইমুড়ী উপজেলা মৎস্য কমর্কতার্ মাইসুরা ইয়াছমিন, অফিস সহকারী মনির হোসেন, সাংবাদিক খোরশেদ আলম, সোনাইমুড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দুলাল।