বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

এলাকাবাসীর মানববন্ধন

ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র আনিছুর রহমান রবিন (১৮) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের করটিয়াপাড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষ অংশ নেয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রবিনের বড় ভাই আতিক হাসান রানা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বজলুর রহমান ভূইয়া, চতলবাঈদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, এসএম ইব্রাহিম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

সভাপতিকে সংবর্ধনা

ম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর লেডিস ক্লাবের নবাগত সভাপতি ও সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মলিস্নকের স্ত্রী আফিফা তাজরিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. পারভেজ মলিস্নক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, সংবর্ধিত সভাপতি আফিফা তাজরিন, মহিলাবিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা ইয়াসমিন ঝর্ণা, কানিজ ফাতেমা রুমি, তুবতুন নাহার তালুকদার, আনজু আনোয়ারা ময়না প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন

ম সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এইচএম ইব্রাহিম এমপি। বৃহস্পতিবার উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মেদ উল্যা সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু ও সহসভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার। ইউএনও টিনা পাল জানান, প্রকল্পে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবে।

সম্মাননা প্রদান

ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বিভাগীয় পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় হাফেজ মো. আব্দুল মোমেনকে সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোলাহাট কুরআনুল কারিম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মো. তাজামুল হক, সহসভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন কাশেমি, সহ-সেক্রেটারি মাওলানা মো. কাবিরুল ইসলাম প্রমুখ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

টুর্নামেন্ট উদ্বোধন

ম বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ইউএনও কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্ট বুধবার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশ্রাফুল ইসলাম। ইউএনও মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির।

খাদ্য সেমিনার

ম লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় লংগদুতে 'খাদ্য নিরাপত্তা' শীর্ষক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ইউএনও মো. মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ, স্বাস্থ্য বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডা. নন্দীনী দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু নাছির, প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষৎ করেছেন ডামুড্যা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা। বৃহস্পতিবার এমপির বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাতে ছিলেন প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, মহিলাবিষয়ক সম্পাদক মিতালী সিকদার, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি কালাম সরদার, বাংলাদেশ বুলেটিনের মতিউর রহমান, ভোরের কাগজের জাকির হোসেন, বর্তমান এশিয়ার এনামুল হক ইমরান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে