বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ৫শ' অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ম গাজীপুর প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

গাজীপুরে ৫শ বাড়ির তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্যাস ব্যবহারের দায়ে একজনকে কারাদন্ড এবং চারজনকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার মহানগরীর উত্তর খাইলকৈর, পলাগাছ রোড, বটতলা রোড এবং বোর্ডবাজার এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। গাজীপুর তিতাস গ্যাস অ্যান্ড টিএন্ডডি (জোবিঅ-জয়দেবপুর) কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম জানান, অবৈধ গ্যাসলাইন স্থাপন এবং সংযোগ প্রদান করার দায়ে শরিফুল ইসলামকে ৬ মাসের কারাদন্ড ও ১ লাখ অর্থদন্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে স্থানীয় ইব্রাহীম হোসেনকে ২০ হাজার, সোহেল খানকে ২০ হাজার এবং নূরুল আমিনকে ৩০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ওই এলাকায় ৪০০ মিটার পাইপলাইন অপসারণ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে গাজীপুর তিতাস গ্যাস অ্যান্ড টিএন্ডডি (জোবিঅ-জয়দেবপুর) কার্যালয়ের -উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কেএইচ ফয়সাল আহমেদ প্রমুখ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে