চিলমারীতে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার দাবি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

ম চিলমারী (কুড়িগ্রাম) প্রধিনিধি
কুড়িগ্রামের চিলমারীতে তেল সরবরাহ অব্যাহত রাখার দাবিতে রংপুর বিভাগ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন -যাযাদি
কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ অব্যাহত রাখা এবং ডিপোকে স্থায়ী ডিপোতে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রংপুর বিভাগ ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের চিলমারী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মেহাম্মদ বলেন, ভাসমান তেল ডিপোতে তেল সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর রংপুর বিভাগের প্রায় অর্ধ কোটি কৃষক, নৌযান, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আরও বক্তব্য রাখেন আ'লীগ নেতা রেজাউল করিম লিচু, আবু হানিফা রঞ্জু প্রমুখ।