শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমতলীতে বোরোর দাম ভালো পাওয়ায় পাঁচগুণ বেশি চাষ

ম রেজাউল করিম, আমতলী (বরগুনা)
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

বরগুনার আমতলীতে বোরো ধান চাষে ঝুঁকছেন কৃষকরা। দাম ভালো পাওয়ায় গত বছরের তুলনায় এ পাঁচগুণ বেশি চাষ করেছেন তারা। ভালো ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ বোরো আবাদে কৃষকদের উৎসাহিত করতে এক হাজার ৬০০ কৃষককে উচ্চ ফলনশীল ধানের বীজ সরবরাহ করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর আমতলীতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ১০ হেক্টর জমিতে। এ বছর ৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করছেন কৃষকরা। উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮, বিরি-২৯, বিরি-৪৭ ও বিরি-৫৮ ধান চাষ করছেন তারা। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানের ফলন আসে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার গুলিশাখালী, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কৃষকরা বোরো চাষ করছেন। কৃষকরা জমি চাষ, সেচ, বোরো ধানের চারা উত্তোলন ও বপন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চাওড়া কাউনিয়া, পূর্ব চিলা, আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের কয়েকজন কৃষক জানান, ধানের দাম ভালো পাওয়ায় বোরো চাষ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, গত বছর বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১০ হেক্টর জমিতে। এ বছর পাঁচ গুণ বেশি জমিতে কৃষকরা বোরোর আবাদ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে