পঞ্চগড়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় সূর্য উত্তাপ ছড়ায়নি। ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে গ্রামীণ জনপদ। ছবিটি শুক্রবার পঞ্চগড় জেলা সদরের বলেয়াপাড়া থেকে তোলা -যাযাদি
কয়েকদিন ধরে পঞ্চগড়ের আকাশে মেঘ ছিল, তবে বৃষ্টি হয়নি। তাপমাত্রাও খুব একটা বেশি কমেনি। কিন্তু গতকাল শুক্রবার থেকে আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। উত্তরের কনকনে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় আজ থেকে আবারও তাপমাত্রা কমে সর্বনিম্ন্নে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা পঞ্চগড় জেলা। সকাল সকাল কুয়াশা কেটে যাওয়ার পর গতকাল শুক্রবার দিনভরই রোদের দেখা মিলেছে। তবে সকাল থেকেই পশ্চিম দিক থেকে আসা ফাল্গুনি হাওয়ার মতো বাতাস বয়ে যাওয়া শুরু করে। যা অব্যাহত ছিল দুপুর পর্যন্ত। আবার দুপুরের পর থেকে উত্তরের শীতল বাতাস প্রবাহিত হওয়ায় সূর্যের উত্তাপ ছড়ায়নি। বৃহস্পতিবার তেঁতুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও কমে যাওয়ায় পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।