চুনাপাথর আমদানি বন্ধ

ছাতকে বেকার কয়েক হাজার বালকি শ্রমিক

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক শুল্ক স্টেশন দিয়ে ইছামতি রুটে প্রায় ১১ মাস ধরে বন্ধ থাকার পর গত সোমবার সকালে ভারত থেকে চুনাপাথর আমদানি শুরুর কয়েক ঘণ্টার মধ্যে আবারও বন্ধ হয়ে যায়। চলতি মাসের শেষদিকে আবার পুরোদমে চুনাপাথর আমদানি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে করোনার অজুহাতে চেলা ও ইছামতি রুটে দীর্ঘদিন চুনাপাথর আমদানি বন্ধ ছিল। যার ফলে স্থানীয় শতাধিক ছোট-বড় ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েন। বেকার হয়ে পড়েন সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার বালকি শ্রমিক। সম্প্র্রতি চেলা সীমান্ত দিয়ে চুনাপাথর আমদানি শুরু হলেও ইছামতি রুটে চুনাপাথর আমদানি বন্ধ ছিল। চুনাপাথর আমদানি বন্ধ থাকায় সরকারের নির্ধারিত বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও পূরণ হবে কি না, এনিয়ে ফঙ্কা রয়েছে। ২৯ ফেব্রম্নয়ারি থেকে চেলা ও ইছামতি রুটে ও চুনাপাথর রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ছাতক শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, চলতি ২০২০-২১ অর্থবছরে চেলা রুটে ২ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকা ও ইছামতি রুটে ১ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকাসহ মোট ৩টি রুটে রাজস্ব আদায়ে মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা। চুনাপাথর আমদানি কার্যক্রম স্বাভাবিক না হলে এবার সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় বাধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছাতক শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, 'মূলত মহামারি করোনার প্রভাবেই চুনাপাধর আমদানিতে সরকারের রাজস্ব আদায় কমেছে। চুনাপাথর আমদানিতে আমাদের কোনো জটিলতা নেই। এখন ভারতে অভ্যন্তরে রাস্তা খারাপের কারণে ২৭ জানুয়ারির আগে ভারত থেকে চুনাপাথর রপ্তানিকারক ব্যবসায়ীরা চুনাপাথর রপ্তানি করতে পারবেন না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।'