কুয়াশা আর শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ঘন কুয়াশা আর শীতে চরম দুর্ভোগে বিপর্যয়ের অবস্থায় পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষ। শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় ছিন্নমূল মানুষ যেতে পারছে না নির্দিষ্ট কাজে। ফলে রোজগার কমে দুর্ভোগ বেড়েছে চরম আকারে। উত্তর অঞ্চলের প্রচন্ড ঠান্ডা থাকলেও নওগাঁর বদলগাছীতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শুরু থেকেই শীত অনেক বেশি হওয়ায় দেনাদিন খেটে খাওয়া মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এই ঠান্ডাজনিত কারণে সর্দিকাশি জ্বরসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিচ্ছে। উপজেলা সদর ইউপির চাংলা গ্রামের আবুল কালাম, ইদ্রিস বলেন, 'অনেক বেশি শীত ও কুয়াশা পড়েছে। আমরা গরিব মানুষ কষ্টের মধ্যে পড়েছি। ঠিকমতো শীতের কাপড় নেই। তীব্র শীতে কাজকর্ম করাও কঠিন হয়ে পড়েছে।' উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা বলেন, ঠান্ডাজনিত কারণে অসুস্থ রোগী হাসপাতালে বেশি আসছে। বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস (আজ ২২/০১/২১) সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আগামী ৩ দিন এ অবস্থা থাকবে এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।