দুর্গাপুরের ভেজা বালু পরিবহণ বন্ধের দাবিতে দোকানপাট বন্ধ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
ভেজা বালু পরিবহণ করে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী করার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সর্বস্তরের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য সব দোকানপাট বন্ধ ঘোষণা করে রাস্তায় নেমেছে। রোববার সকাল থেকে ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয় শহীদ সন্তোষ পার্ক মাঠে সকল ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে ভেজা বালু পরিবহণ বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি তাকদির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট প্রবীর মজুমদার চন্দন, উপজেলা সুজন সভাপতি অজয় সাহা, বাংলাদেশ আ'লীগ উপ-কমিটির সদস্য ডা. আরিফ জোবায়ের, সাবেক মেয়র কামাল পাশা, আ'লীগের মেয়র প্রার্থী আলা উদ্দিন আলাল, বিএনপির মেয়র প্রার্থী জামাল উদ্দিন, সিপিবির মেয়রপ্রার্থী শামছুল আলম খান, বণিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা, ধান ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ মিয়া, গার্মেন্টস সমিতির সভাপতি জামাল উদ্দিন, ওয়ার্কসপ সমিতির সভাপতি মজিবুর রহমান মিলন, হকার্স সমবায় সমিতির সভাপতি নয়ন ব্যাপারী, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মধু মিয়া, কাঠমিস্ত্রী সমিতির সভাপতি আলমাস মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, নিরাপদ সড়ক চাই এর সভাপতি নুরুল আলম প্রমুখ। \হউপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম জানান, পৌর শহরের ভেতর দিয়ে বালু পরিবহণ বন্ধ করার দাবিতে উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রম্নত ব্যবস্থা নেয়া হবে।