চট্টগ্রামের বোয়ালখালীতে মো. ফারুক (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী আফজাল তালুকদার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
মো. ফারুক একই এলাকার মো. হারুনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে। ফারুক স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার সন্ধ্যায় তার স্ত্রী নগরীতে একটি সামাজিক অনুষ্ঠানে চলে যান। এরপর রাত ১১টার বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজা বন্ধ করে সিলিংয়ের সাথে গামছা গলায় পঁ্যাচানো ফারুকের ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, এ ব্যাপারে অপমৃতু্য মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd