চঁাপাইয়ে আম মেলা শুরু

প্রকাশ | ০১ জুলাই ২০১৮, ০০:০০

চঁাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চঁাপাইনবাবগঞ্জে মেলায় একটি স্টলে সাজিয়ে রাখা আম Ñযাযাদি
আমের রাজধানীখ্যাত চঁাপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনের আম মেলা। শুক্রবার বিকালে মহানন্দা নদীর তীরে দৃষ্টিনন্দন পাকের্ এই আম মেলার উদ্বোধন করা হয়। চঁাপাইনবাবগঞ্জের আমকে দেশ ও দেশের বাইরে পরিচিত করে তুলতে এবং আমকেন্দ্রিক পযর্টন শিল্পের বিকাশের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুলতানা রাজিয়া, নবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ। মেলায় ৪৪টি স্টলে জেলায় উৎপাদিত বিভিন্ন জাতের আম প্রদশর্ন করা হচ্ছে। এছাড়াও জেলার ঐতিহ্যবাহী স্থাপনা, খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পযর্ন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।