বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

চট্টগ্রামের সীতাকুন্ডে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের বায়োজিদ লিংক রোডসংলগ্ন বেঙ্গল ব্রিকসের সামনে থেকে ওই ৫ ডাকাতকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ওমর ফারুক (৩২), মো. ইলিয়াস (৩১), মো. ফারুক প্রকাশ পিয়াল (৩২), মো. শাকিল (২১) ও রাজীব (২২)।

সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গভীররাতে মহাসড়কে ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সীতাকুন্ড থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম, শরিফুল ইসলাম খাঁন, নাছির উদ্দিন ভূঁইয়া ও সহকারী উপরিদর্শক এবিএম কাউসারের নেতৃত্বে পুলিশ ডাকাত দলকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, ১টি দা ও ২টি লোহার রডসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

\হগ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির মামলা রুজু করে সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে