শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীত নিবারণে কম্বলের উষ্ণতা

স্বদেশ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

দেশব্যাপী শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অসহায় শীতার্ত মানুষের জন্য এসব কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট:

নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ পৌর পাবলিক হলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এক হাজার ৮০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মো. সাইদুর রহমান, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ দত্ত, পৌর কাউন্সিলর টিপু, আওয়ামী লীগ নেতা কাজল তালুকদার প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরে ৮০০ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুর মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে প্রতিবন্ধীদের হাতে এসব কম্বল তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। সমাজসেবা অধিদপ্তর ও এনজিওর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক রায়, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মিনাক্ষী বিশ্বাস, ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা, সাঈদুর রহমান, এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হুদা সাব্বির, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামান প্রমুখ ছিলেন।

সীতাকুন্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুন্ড প্রেসক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক হকারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। রোববার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হকারদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন, এম হেদায়েত উলস্ন্যাহ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি প্রমুখ।

মনিরামপুর (যশোর) : সোমবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ইউএনও সৈয়দ জাকির হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন, প্রধান শিক্ষক সাহেদ আলী, সহকারী প্রধান শিক্ষক ও মনিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। রোববার রাতে পৌর শহরের রিজার্ভ পুকুরের উত্তরপাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। অরাজনৈতিক সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ১০ দরিদ্র মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গোলাম কিবরিয়া খোকন জোমাদ্দার, মো. হিলেস্নাল জোমাদ্দার, আবিরুল আলম শিপলু, সমুজ্জল সরকার প্রমুখ।

শিবপুর (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া (রহ.) ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রোববার বিকালে উপজেলার বান্দারদিয়ায় হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম ভূঞা রাখিল। ফাউন্ডেশন ও শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. খোকন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া। ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ আলমগীর হোসেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করবী জাহান পিয়া, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি, পৌর মহিলা লীগের আহ্বায়ক রোমানা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে