বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

সচেতনতামূলক কার্যক্রম

\হস্টাফ রিপোর্টার, রাজবাড়ী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএনসিসি সুন্দরবন খুলনা রেজিমেন্টের উদ্যোগে সোমবার রাজবাড়ীর পাংশায় মাস্ক বিতরণসহ সচেতনতামূলক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাংশার পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। সুন্দরবন রেজিমেন্টের ২৪ বিএনসিসির ব্যাটালিয়ন কমান্ডার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুন্দরবন রেজিমেন্টের ২৪ বিএনসিসির কোম্পানি কমান্ডার ড. মো. রবিউল ইসলাম, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আরা মিনু প্রমুখ।

ক্যারাভান শো

\হসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে খাদ্যের নিরাপত্তা শীর্ষক জনসচেতনামূলক রোড ক্যারাভান শো উদ্বোধন করা হয়। সোমবার উপজেলা পরিষদ এলাকায় এ রোড ক্যারাভান শোর উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ।

পরিচয়পত্র বিতরণ

\হডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সোমবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উপজেলার ১০ ইউনিয়নের ২০১৯ সালে নিবন্ধিত নাগরিকদের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ১১ হাজার ১৪৯ নাগরিকের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানুসহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য ছিলেন।

বিদায় সংবর্ধনা

\হশালিখা (মাগুরা) প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরার শালিখা উপজেলা শাখার আয়োজনে জেলা শিক্ষা কর্মকর্তা রণজিৎ কুমার মজুমদারের বিদায় সংবর্ধনা সোমবার অনুষ্ঠিত হয়। আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজামানের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা শফিউল আলম, একাডেমিক সুপারভাইজার বিপস্নব কুমার রায়, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা আ. মাজেদ, সমিতির কেন্দ্রীয় নেতা বাহারুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসভাপতি আবু জাফর, শিক্ষক নেতা মাওলানা নেছার উদ্দিন, তপন কুমার ঠাকুর, উত্তম কুমার গাইন প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক নেতা আশরাফুল আলম।

সমাপনী সভা

\হতাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা ও প্রকল্প সমাপনী সভা সোমবার উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন। কেয়ার বাংলাদেশ তাহিরপুরের কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা প্রমুখ।

মতবিনিময় সভা

\হনিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলা মিলনায়তনে সোমবার মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. শামীম আলম। ইউএনও সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভু্‌ইয়া জনি, সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, যুবলীগ নেতা মো. আল আমিন প্রমুখ।

ক্যাম্প উদ্বোধন

\হঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ভবনে দুই দিনব্যাপী জরায়ু-মুখ ক্যানসার ক্যাম্প সোমবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুলস্নাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডা. মাজেদুর রহমান, ডা. মায়া হোড়, ডা. সাদিয়া আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও প্রচার সম্পাদক মুজিবুর রহমান।

কল্যাণ সভা

\হবরিশাল অফিস

বরিশাল মেট্টোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা সোমবার জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমপির কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি) আবু রায়হান মুহাম্মদ সালেহ্‌, উপকমিশনার মো. মোকতার হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, খাঁন মুহাম্মদ আবু নাসের ও মো. মনজুর রহমান। কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মধ্যে পুরস্কার ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্টে এ বিজয়ী ও বিজিত দলকে বিশেষ পুরস্কার বিতরণ এবং অবসরজনিত বিদায় গ্রহণকারী সদস্যদের সংবর্ধনা জানানো হয়।

সংবাদ সম্মেলন

\হজয়পুরহাট প্রতিনিধি

যাচাই বাছাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মানহানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। সোমবার জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, আবু তৈয়ব আলী মন্ডল, এনামুল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাজ্জাদ হোসেন ময়না, সাধারণ সম্পাদক বাবুল ঠাকুর প্রমুখ।

সেমিনার অনুষ্ঠিত

\হসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সোমবার উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমতা সাহা, শিক্ষা কর্মকর্তা মো. শাহ্‌জাহান মন্ডল ও মৎস্য খামারি মো. সেলিম আজাদ।

টিউবওয়েল

\হজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের অর্থে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫৬ জন হতদরিদ্রের মধ্যে টিউবওয়েল ও বিভিন্ন ইউনিয়নের ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। রোববার জলঢাকা ডাকবাংলো মাঠে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, ছাইদুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভা

\হমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের শাখার মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, বানিয়াচংয়ের আবুল কাশেম চৌধুরী, বাহুবলের উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, মাধবপুরের ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার, আজমিরিগঞ্জের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মাধবপুরের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আকতার হেলেন প্রমুখ।

সংবর্ধনা প্রদান

\হগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা ও উপজেলা চেয়ারম্যান সাহিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সদ্য নির্বাচিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি তাদের এ সংবর্ধনা দেয়। গলাচিপা অফিসার্স ক্লাবে সোমবার অনুষ্ঠিত এ সংবর্ধনায় রিন্টু কুমার রক্ষিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সাহিন, ইউএনও আশীষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ।

কর্মচারীদের কর্মবিরতি

\হপাবনা প্রতিনিধি

পিচরেট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপস্নাই কোম্পানির (নেসকো) কর্মচারীরা। সোমবার তারা কর্মবিরতি পালন করে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নেসকোর ডিভিশন-১ সভাপতি আব্দুস সালাম, ডিভিশন-২ সভাপতি আনোয়ার হোসেন, ঈশ্বরদী অঞ্চলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডিভিশন-১ ও ২ সিরাজগঞ্জের সভাপতি সাদেক আলী প্রমুখ। বক্তারা বলেন, পাবনায় নেসকো অফিসে ১১০ জন কর্মচারী পিচরেটে কর্মরত রয়েছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের প্রতিশ্রম্নতি অনুযায়ী এসব কর্মচারীর চাকরি স্থায়ী করার দাবি জানান কর্মচারীরা।

উদ্বুদ্ধকরণ সভা

\হজীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা পর্যায়ে গোদ রোগের ওপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেস্নকের সভাকক্ষে অনুষ্ঠিত অ্যাসেন্ড প্রকল্প ও ইউকেএইড'র আর্থিক ও কারিগরি সহায়তায় লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমিন লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম আখতার প্রমুখ।

প্রশিক্ষণ উদ্বোধন

\হশালিখা (মাগুরা) প্রতিনিধি

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনান কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায়, মাগুরার শালিখা উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা পলস্নী উন্নয়ন অফিসের আয়োজনে জ্বালানি সাশ্রয়ী চুলা তৈরির ওপর প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার আড়পাড়ায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. কামাল হোসেন, ইউএনও গোলাম মো. বাতেন, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ প্রমুখ।

মতবিনিময় সভা

\হমনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর পলস্নীবিদু্যৎ সমিতি-২ (মনিরামপুর)-এর আওতায় সৌর বিদু্যৎচালিত কৃষি সেচ পাম্প স্থাপনের জন্য দুইটি চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পলস্নী বিদু্যৎতায়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরের পরিচালক (অ.দা.) আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন যশোর পলস্নীবিদু্যৎ সমিতি-২ (মনিরামপুর)-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী অরুন কুমার কুন্ডু।

দ্বি-মাসিক সভা

\হকাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, লিগ্যাল এইড কাপাসিয়া উপজেলার মাঠ কর্মকর্তা মাজেফা ইয়াছমিন প্রমুখ।

মেলা উদ্বোধন

\হবাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসেন। ইউএনও মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপ-প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম লাভু ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া।

ফোরাম গঠন

\হনাটোর প্রতিনিধি

নারী ও শিশুসহ দেশের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মরত মানবাধিকার কর্মীদের সহায়তা ও গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে নেটওয়ার্কিং তৈরির লক্ষ্যে নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম গঠন করা হয়েছে। শুক্রবার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের নাটোর জেলা কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক প্রাপ্তজনের সম্পাদক মো. সাজেদুর রহমান সেলিম, নাটোর পৌরসভার মহিলা কাউন্সিলর কোহিমুর বেগম পান্না, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন, আমার হৃদয়ে নাটোর-এর আহ্বায়ক এম জুলফিকুল হায়দার বাবু, যুব রেড ক্রিসেন্ট প্রধান মৌমিতা ভট্টাচার্য প্রমুখ।

অবহিতকরণ সভা

\হমনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে অবহিতকরণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের (প্রসপারিটি প্রকল্প) অধীনে উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পরিবার উন্নয়ন সংস্থার চরফ্যাশন উপজেলা সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও কমিউনিটি মোবিলাইজেশন অফিসার স্বপন কুমার বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. ফারুক হোসেন প্রমুখ।

খাদ্য সেমিনার

\হকয়রা (খুলনা) প্রতিনিধি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও খুলনার কয়রা উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার গত সোমবার উপজেলা পরিষদ মিলনতায়নে অনুষ্ঠিত হয়। ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা এসএম মিজান মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাহিন বিলস্নাহ, শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সমবায় কর্মকর্তা স. ম. রাশিদুল আলম, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর নাজমুল হুদা, স্যানিটারি ইন্সপেক্টর নারায়ন রায়, ইউপি চেয়ারম্যান মোহা. হুমায়ুন কবির, সরদার নুরুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, রিয়াছাদ আলী, ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ।

অনুদান বিতরণ

\হডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও সমাজসেবার উদ্যোগ উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুদান বিতরণ করা হয়। ইউএনও মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল মামুন, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী, ১নং স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা প্রমুখ।

সেমিনার অনুষ্ঠিত

\হআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা রওনক আরা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মুসলেহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ শাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, সাংবাদিক মহিউদ্দিন মিশু, জালাল হোসেন মামুন ও মো. আবির।

অনুষ্ঠান সমাপ্তি

\হরাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে পশ্চিম গুজরা কালচারাল পার্কের তিন দিনব্যাপী ১১ বছর পূর্তি অনুষ্ঠান শনিবার শেষ হয়েছে। তিন দিনের অনুষ্ঠানমালায় ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন অমুল্য রঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব (জেলা পরিষদের সচিব) মোহাম্মদ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুলস্নাহ ও ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে