মনিরামপুর পৌর নির্বাচন প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মত বিনিময় সভা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
\হমনিরামপুর (যশোর) প্রতিনিধি আগামী ৩০ জানুয়ারি মনিরামপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনে ৫১ জন প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। এ সময় বিশেষ ছিলেন ইউএনও সৈয়দ জাকির হাসান ও সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী আওয়ামী লীগ মনোনীত অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিএনপির মনোনীত আলহাজ অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীতপ্রার্থী আলহাজ মাস্টার আবু তালেব। এ সময় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীরা উপস্থিত ছিলেন।