সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
স্মারকলিপি প্রদান শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সামনে থেকে পৌরসভার ময়লার বিশাল স্ত‚প সরানোর দাবিতে রোববার পৌরসভার সম্মুখে ঘণ্টাব্যাপী অবস্থান কমর্সূচি ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। সংগঠনের আহŸায়ক নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কমর্সূচিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা জাতীয় পাটির্র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, জাসদের সভাপতি এলেমান কবীর প্রমুখ। সম্মেলন বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের বাগাতিপাড়া উপজেলা জাতীয় পাটির্র দ্বিবাষির্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার মালঞ্চি বাজারে দলের অস্থায়ী কাযার্লয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পাটির্র সভাপতি শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জাতীয় পাটির্র সভাপতি মজিবুর রহমান সেন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পাটির্র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছানা, পৌর জাতীয় পাটির্র সভাপতি জান মোহাম্মদ জানু প্রমুখ। সভা অনুষ্ঠিত পোরশা (নওগাঁ) সংবাদদাতা নওগঁার পোরশায় আমন ধানক্ষেতকে মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে আলোক ফঁাদ স্থাপন বিষয়ে চাষিদের নিয়ে সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বারিন্দা গ্রামের কৃষক সবুর শাহ্র জমিতে ওই সভা শেষে আলোক ফঁাদ স্থাপন করে দেখানো হয়। এ সময় উপসহকারী কৃষি কমর্কতার্ সানোয়ার হোসেন, সালাউদ্দিন সারোয়ার ও মিজানুর রহমান, কৃষক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সিবিএর গেটসভা অভয়নগর (যশোর) সংবাদদাতা যশোরের অভয়নগরে কাপেির্টং জুট মিলস এমপ্লিজ ইউয়িনের (সিবিএ) আয়োজনে রোববার দুপুর ১২টায় মিলের প্রধান গেটে গেটসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত গেটসভায় মজুরি কমিশনের রোয়েদাদ বাস্তবায়ন ও ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গেটসভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাপেির্টং জুট মিলস সিবিএর সহসভাপতি মুজিবর রহমান। উদ্বোধন দুপচঁাচিয়া (বগুড়া) সংবাদদাতা দুপচঁাচিয়ায় সোভা অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ও সুইড বাংলাদেশের সহযোগিতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) বিষয়ক ৬ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে অত্র বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল আজাদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচাজর্ (ওসি) মিজানুর রহমান। মা সমাবেশ ডোমার (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর ডোমারে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার মটুকপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার। মটুকপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম। এতে বক্তব্য রাখেন- মটুকপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা প্রমুখ। বিতরণ আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা রবিবার সকালে আশাশুনির ৭নং বুধহাটা ক্লাস্টার অফিসের ৩২জন কমিউনিটি রিসোসর্ সদস্য মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। আশাশুনির ৭নং বুধহাটা ক্লাস্টার অফিসের ক্লাস্টার অফিসার এম এ কাদের সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ব্যবস্থাপক কাজল চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন মাজারুল ইসলাম, আশাশুনির ৭নং বুধহাটা ক্লাস্টার অফিসের কমর্কতার্ ও কমর্চারীবৃন্দ। নতুন কমিটি শেরপুর প্রতিনিধি শেরপুর জেলা বস্ত্র সমিতির নতুন কমিটির পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিবাির্চত হয়েছে যথাক্রমে দিলীপ পোদ্দার এবং চন্দন সাহা। ২২ সেপ্টেম্বর রাতে শহরের মুন্সিবাজার গোয়ালপট্টিস্থ জেলা বস্ত্র সমিতির দ্বি-বাষির্ক সাধারণ সভায় সবর্ সম্মতিক্রমে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। নিবাির্চত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ২১ সদস্যের পূণার্ঙ্গ কমিটি ঘোষণা করবেন। সচেতনতামূলক সভা ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা সুস্থ জাতি গঠনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় নিরাপদ ব্রয়লার মাংস উৎপাদন ও বিপনন বিষয়ক ক্রেতা-বিক্রেতা-ভোক্তা সমন্বয় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও এফএও ফুড সেফটি প্রোগ্রামের আয়োজনে অফিসাসর্ ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর যশোর জেলার উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কমর্কতার্ শাহিনুর রহমান প্রমুখ। উদ্বোধন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাওয়ার এলাকার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী, শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর ও দাউরিয়া গ্রামে বিদ্যুৎ এর খঁুটি ও তার সংযোগ করে এলাকায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। নিবার্হী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান। নবীনবরণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলার ড. এমআই পাটোয়ারী বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবষের্র চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ট্রেডের ১ম বষের্র শিক্ষাথীের্দর নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইন্সটিটিউট মাঠে উপজেলা প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।বিশেষ অতিথি ইন্সটিটিউট’র গভনির্ং বডির সদস্য ড. শাহেদ কামাল পাটোয়ারী ও উপজেলা প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব খোকন। ভবন উদ্বোধন মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের মেলান্দহে রবিবার বেলা ১১টায় নতুন অডিটোরিয়াম ভবনের উদ্বোধন করা হয়। পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মিজার্ আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চান প্রমুখ। প্রশিক্ষণ সম্পন্ন দিনাজপুর প্রতিনিধি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেকেপ সাব- প্রজেক্ট (সিপিএসএফ-২২৫৪) এর তত্ত¡াবধানে ‘মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন অব নেটওয়াকর্ ডিভাইসেস’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ ভবনের ভাচুর্য়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কাযর্ক্রমের উদ্বোধন করেন উপাচাযর্ প্রফেসর ড. মু. আবুল কাসেম। সাবেক উপাচাযর্ প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই অনুষদের ডীন আদিবা মাহজাবিন নিতু ও কী-নোট স্পিকার বিডিরেন-এর ইনোভেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম। মানববন্ধন গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুরের গাংনীর বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের ষ্ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। শনিবার দুপুরে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্র নাহিদ ও রাফিদ শ্লীলতাহানির চেষ্টা চালায়। অভিযুক্ত ওই দুই ছাত্রের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষাথীর্রা। মানববন্ধনে বক্তব্য রাখেন বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নিয়ামত আলী, প্রধান শিক্ষক সোহরাব হোসেন, বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিনারুল ইসলাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ইউপি মেম্বর লিটন প্রমুখ। প্রতিযোগিতা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা মাদারীপুরের রাজৈর উপজেলা দুনীির্ত প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘দুনীির্তই জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়’ শীষর্ক বিতকর্ প্রতিযোগিতা আয়োজন করা হয়। রোববার দুনীির্ত প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সিপাহির সভাপতিত্বে বিতকর্ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খান, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, সমবায় কমর্কতার্ মো. শাখাওয়াত হোসেন। বিতকের্ রাজৈর কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের সততা সংঘের দুটি দল অংশগ্রহণ করে।