পটিয়া ও শ্রীমঙ্গলে সড়ক দুঘর্টনায় নিহত ২

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন। অফিস ও সংবাদদাতার পাঠানো খবর : চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় মিনি বাসের ধাক্কায় বণার্ বড়–য়া নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় ঘটনাটি ঘটে। বণার্ পাশ্ববতীর্ জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের রণজিত বড়–য়ার মেয়ে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফঁাড়ির এসআই বাবুল মিয়া জানান, স্কুলশিক্ষিকা বণার্ বড়–য়া কমর্স্থলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মিনি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে মুমূষুর্ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর মোটরসাইকেল হতে ছিটকে পরে ট্রাকচাপায় তাসনিমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ভৈরবগঞ্জ বাজারসংলগ্ন মৃতিংগা চা বাগান সড়কে এ দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদশীর্রা জানান, সকালে শিবলু মিয়া তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেে পাশ্বর্বতীর্ এলাকা মুন্সীবাজার যাচ্ছিলেন। রাস্তার ঝাকুনিতে অসাবধানতাবশত তাসনিমা সাইকেলের পিছন থেকে রাস্তায় ছিটকে পরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।