প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে সরকার

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
‘২০১৩ সালে সরকার প্রতিবন্ধী সুরক্ষা আইন পাস করেছে। প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি চালু করেছে। জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ধরে রাখতে হলে আগামী নিবার্চনে আবারও বতর্মান জোট সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। রোববার বরিশালের বাবুগঞ্জে দুটি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কমর্সূচি প্রকল্পের ছাত্রাবাস ও রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন (এমপি) এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কমর্র্র্র্র্র্র্র্র্কতার্ সুজিত হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান। , সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কমর্সূচির প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীন হোসেন, জেল শিক্ষা নিবার্হী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোতালেব হাওলাদার প্রমুখ।