প্রচারণার কবলে বৃক্ষ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
গাছে গাছে ঝুলছে ক্লিনিক, চিকিৎসক, কলেজ, বিশ^বিদ্যালয় কোচিং সেন্টারসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বোডর্। আছে রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা ব্যানারও। কোনো কোনো গাছের বুকে পেরেক ঠুকে, আবার কোথাও তার বেঁধে আটকানো হয়েছে এসব বোডর্। বোডর্গুলো দৃশ্যমান করতে কোথাও কোথাও ডালপালা ছেঁটে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। কোনো গাছে একটি, কোনো গাছে দশটি, আবার কোনো গাছে অধর্শত ব্যানার ঝোলানোর দৃশ্য দিনাজপুরের হিলিÑঘোড়াঘাট সড়কের দুই পাশের গাছগুলোতে। শুধু হিলিÑঘোড়াঘাট সড়কেই নয়, পুরো উপজেলায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের এমন প্রচারণার কবলে পড়ে ক্ষতবিক্ষত হয়েছে শত শত গাছ। দ্রæত এসব বিজ্ঞাপনী বোডর্ অপসারণ করে গাছ রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, হিলি-বিরামপুর সড়কে দুই ধারে গাছে ঝুলছে আগামী জাতীয় নিবার্চনে মনোনয়নপ্রত্যাশীদের শুভেচ্ছা বোডর্। এ ছাড়াও হাসপাতাল মোড়, উপজেলা মোড়, পাবনা স্টোর মোড়সহ বিভিন্ন হাটবাজার এলাকার গাছে গাছে ক্লনিক, চিকিৎসক, কলেজ, বিশ^বিদ্যালয়, কোচিং সেন্টার, ব্যবসা-বাণিজ্যের বোডর্ চোখে পড়ে। উপজেলা বনকমর্র্কতার্ মো. শামসুল আলম বলেন, এ ব্যাপারে আমাদের করার কিছুই নেই। হাকিমপুর উপজেলা নিবার্হী কমর্কতার্ (ইউএনও) মোসা. শুকরিয়া পারভীন জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি, তবে অচিরেই সংশ্লিষ্ট বন বিভাগকে সঙ্গে নিয়ে বোডর্গুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।