জনবল সংকটে জিএমপি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
নবগঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনবল সংকটে ভুগছে। জেলা পুলিশ থেকে ধার করে চলতে হচ্ছে তাদের। ১১৫২ জনবল বরাদ্দ হলেও এখন পযর্ন্ত ৭শরও কম জনবল নিয়ে দেশের সবচেয়ে বড় সিটি এলাকার আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে জিএমপি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, গেল ১৬ সেপ্টেম্বরে জিএমপি উদ্বোধন করা হয়েছে। জিএমপির জন্য ১১৫২ জনবল বরাদ্দ দেয়া হলেও গেল রোববার পযর্ন্ত জিএমপিতে মাত্র ৬৯৯ জনবল যোগ দিয়েছেন। কলকারখানাসমৃদ্ধ গাজীপুর জেলা পুলিশকে ইতোপূবের্ ১৮শর মতো জনবল নিয়ে চলতে হিমশিম খেতে হয়েছে। সেখানে সাতশর মতো জনবল নিয়ে মেট্রোপলিটনের সবকিছু সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। মেট্রো অঞ্চলে ট্রাফিক নিয়ন্ত্রণ করাসহ অন্যান্য কাজেও পযার্প্ত পুলিশ দরকার। বতর্মানে জেলা পুলিশ থেকে ধার করেই সবকিছু সামাল দিতে হচ্ছে। রোববারের শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাটি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। এজন্য শিল্প পুলিশও তাদের যথেষ্ট সহযোগিতা করেছে। মেট্রোর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে তাদের আরো দুই হাজারের মতো জনবল প্রয়োজন মনে পুলিশ কমিশনার। সংকটের মধ্যেও বতর্মানে গাজীপুরে যানজট সমস্যার উন্নতি হয়েছে। মহাসড়কের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় জনবল হলে গাজীপুর সিটির নাগরিকদের কাক্সিক্ষত সেবা দিতে পারবে। ২০১৩ সালের ১৬ জানুয়ারি ৫৭টি ওয়াডর্ নিয়ে গঠিত হয় দেশের ১১তম সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশন। ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। ১৬ সেপ্টেম্বরে ৮টি থানা নিয়ে জিএমপির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনজুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জুলাই ডিআইজি পদমযার্দার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর তিনি ২৪ জুলাই জিএমপির কমিশনার হিসেবে যোগ দেন।