রামগঞ্জে পরিত্যক্ত ভবন ধসে ৫ শিক্ষাথীর্ আহত

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রামগঞ্জ (ল²ীপুর) সংবাদদাতা
ল²ীপুরের রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার পরিত্যক্ত ভবনে ছাদ ধসে রোববার সকালে মাদ্রাসার শিক্ষাথীর্ উম্মে সালমা, রাবেয়া, জাকিয়াসহ ৫ শিক্ষাথী আহত হয়েছে। আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভতির্ করা হয়েছে। সূত্রে জানায়, ১৯৬৪ সালে নিমির্ত রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার পুরাতন ভবনটি অনেক আগেই ঝঁুকিপূণর্ হওয়ায় ২০০৪ সালে মাদ্রাসা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্ট কতৃর্পক্ষ। পরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নিবার্হী অফিসার, শিক্ষা অফিসার ও রাজনীতিবিদরা নতুন ভবন নিমাের্ণর জন্য দফায় দফায় চেষ্টা করেও সফল হয়নি । তাই মাদ্রাসা কতৃর্পক্ষ পুরাতন ভবনেই দৈনন্দিন কাযর্ক্রম চালাতে বাধ্য হয়েছেন। সম্প্রতি স্থানীয় সংসদের সহযোগিতায় সরকার একটি ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন অনুমোধন দেয়। এই খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল ১১টায় শিক্ষাথীর্, অভিভাবক, শিক্ষকসহ এলাকার সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মাদ্রাসার সামনে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে একটি আনন্দর‌্যালি বের করে। আনন্দ র‌্যালি চলাকালীন হঠাৎ অষ্টম শ্রেণির ক্লাস রুমের ছাদ ও বারান্দার একটি অংশ নিচে ধসে পড়ে। এ সময় মাদ্রাসা কক্ষে ৫ জন শিক্ষাথীর্ সামান্য আহত হলেও অষ্টম শ্রেনির দুই শতাধিক শিক্ষাথীর্ আনন্দর‌্যালিতে থাকায় রক্ষা পায়। হঠাৎ ভবন ধসের ঘটনায় শিক্ষাথীর্ ও শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষাথীর্রা দ্রæত মাদ্রাসা ভবন ত্যাগ করতে গিয়ে পুনরায় কয়েকজন আহত হয়।