বেনাপোলে তৃতীয় দিনেও আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শাশার্ (যশোর) সংবাদদাতা
বেনাপোলে বন্দর দিয়ে গত তিন দিনেও চালু হয়নি বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। সোমবার সকালে দুই দেশের ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও প্রশাসনিক কমর্কতাের্দর তিন ঘণ্টার যৌথসভা কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়। এদিকে, ধমর্ঘটের কারণে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আমদানি-রপ্তানি পণ্য বোঝাই কয়েক হাজার ট্রাক আটকা পড়েছে। বেনাপোল থেকে কোনো পণ্য চালানও যায়নি ভারতের পেট্রাপোল বন্দরে। যার অনেকগুলোতে রয়েছে বাংলাদেশি রপ্তানিমুখী গামের্ন্টশিল্পের কঁাচামাল, মাছ ও পানসহ বিভিন্ন পচনশীল পণ্য। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাসের ও দুই দেশের মধ্যে পাসপোটর্ যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির নেতা আলহাজ নুরুজ্জামান জানান, বিষয়টি দ্রæত সমাধানের চেষ্টা চলছে, রোববার রাতে বেনাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। আমদানি-রপ্তানি কাযর্ক্রম পুনরায় চালু হবে। বেনাপোল স্থলবন্দরের ডাইরেক্টর আমিনুল ইসলাম বলেন, সোমবার সকালে দুই দেশের ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও প্রশাসনিক কমর্কতাের্দর তিন ঘণ্টার যৌথসভায় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দুই দেশের শ্রমিকদের কোন্দলের কারণে শনিবার দুপুর থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, বেনাপোল বন্দর দিয়ে সরকার প্রতি বছর সাড়ে পঁাচ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। এইভাবে ঘন ঘন বন্ধ থাকলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়।