সাতক্ষীরায় ১৫ দিনে ৬ খুন

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গত ৪ থেকে ১৮ সেপ্টেম্বর পযর্ন্ত ১৫ দিনে ৬ খুনসহ ২৩ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে জেলা পুলিশের দাবি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এদের মধ্যে খুন হয়েছে ৬ জন, আত্মহত্যা করেছে ২ জন, সড়ক দুঘর্টনায় নিহত হয়েছে ৩ জন, পানিতে ডুবে মারা গেছে ৩ জন, বজ্রপাতে মারা গেছে ৪ জন সাপের কামড়ে মারা গেছে ১ জন, বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারিয়েছে ১ জন। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য ও স্থানীয় দৈনিক থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্রমতে, চলতি সালের ৯ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির্র সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগরের ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন। ১১ সেপ্টেম্বর তালা উপজেলার পৃথক দুটি স্থানে দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওইদিন রাত ৮টার দিকে উপজেলার নগরঘাটা গ্রামে মাদকাক্ত মেয়ের রডের আঘাতে এক মায়ের মুত্যু হয়। অপরদিকে একই দিন সন্ধ্যায় ঝড়গাছা গ্রামের একটি ডোবা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। ১২ সেপ্টেম্বর পরকীয়ায় বাধা দেয়ায় আশাশুনিতে স্বামী কতৃর্ক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ১৫ সেপ্টেম্বর কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গণপিটুনিতে নিহত হয়। ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরায় যৌতুকের দাবিতে শাহানারা খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠে।