মিজার্গঞ্জে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মিজার্গঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
শারদীয় দুগোর্ৎসব সামনে রেখে মিজার্গঞ্জ উপজেলায় দুগার্পূজার মÐপগুলোতে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজার আয়োজনে ব্যস্ত সময় পার করছেন উপজেলা শহরসহ এ অঞ্চলের গ্রামের পূজামÐপ কমিটির সদস্যরা। মৃৎশিল্পীরাও খড়, মাটি, কাঠ ও বঁাশ নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত। কঁাচা প্রতিমা গড়ার পরে তা শুকানোর জন্য কিছুদিন সময় দিতে হবে। তারপর রং করে কাপড় পরানো আর সাজসজ্জার কাজ শুরু হবে। মিজার্গঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুবল চন্দ্র দেবনাথ বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজার আয়োজন চলছে। প্রতিমা তৈরির কাজ শেষ পযাের্য়।