জীবননগরে চলছে দুগার্পূজার প্রস্তুতি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পূজামÐপগুলোতে পুরোদমে চলছে দুগার্পূজার প্রস্তুতি। দুগার্পূজা বাঙালি হিন্দুসমাজের একটি অন্যতম বিশেষ ধমীর্য় ও সামাজিক উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষে এই পূজা করা হয়। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশমীর দিন পযর্ন্ত শারদীয়া দুগার্পূজা অনুষ্ঠিত হয়। এই পঁাচ দিন দুগার্ষষ্ঠী, মহাসপ্তমী, অষ্ঠমী, নবমী ও বিজয়াদশমী নামে পরিচিত। আশ্বিন মাসে শারদীয় দুগার্পূজা এবং চৈত্র মাসে বাসন্তী দুগার্পূজা নামে পরিচিত। তবে শারদীয় দুগার্পূজার জনপ্রিয়তা বেশি আর বাসন্তী দুগার্পূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। জানা গেছে, এবার জীবননগর পৌরসভাসহ এই উপজেলার আটটি ইউনিয়নে মোট ২৬টি পূজামÐপে শারদীয় দুগার্পূজা অনুষ্ঠিত হবে। তাই সারাদেশের ন্যায় এই উপজেলার মৃৎশিল্পীরা দেবীর মূতির্ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিন দেখা গেছে, জীবননগর পৌর শহরের শ্রী শ্রী সাবর্জনীন মন্দির, কালীমন্দিরসহ বেশ কয়েকটি পূজামÐপে কাজ করছেন মৃৎশিল্পীরা। এ বিষয়ে জানতে চাইলে মৃৎশিল্পী সুজিত পাল বলেন, গত বছরের তুলনায় এ বছর তারা অনেক কাজ পেয়েছেন। ফলে খুব দ্রæত কাজ শেষ করার চেষ্টা করছেন। এ ছাড়া এ বছর তারা পারিশ্রমিকও বেশ ভালো পাচ্ছেন। এদিকে জীবননগর হিন্দ-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও যাতে পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়, এ জন্য তারা চেষ্টা করছেন। তিনি জানান, পূজামÐপে ইতোমধ্যেই রংয়ের কাজ শুরু হয়েছে। এ ছাড়া দেবী-দুগাের্ক সাজাতে গহনাসহ সব ধরনের জিনিষের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন।