রাজশাহীতে হয়রানি কমাতে আরএমপিতে ই-ট্রাফিকিং

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীতে সড়কে চালু হওয়া ই-ট্রাফিক প্রসিকিউশন কাযর্ক্রম Ñযাযাদি
রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ‘ই-ট্রাফিকিং প্রসিকিউশন’ কাযর্ক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরের শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এর উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, জরিমানার টাকা পরিষদ করতে চালক বা গাড়ির মালিকরা হয়রানি হতেন। তাদের নিদির্ষ্ট সময়ে নিদির্ষ্ট স্থানে গিয়ে জরিমানা টাকা পরিষদ করতে হতো। কিন্তু এখন থেকে ই-ট্রাফিকিং প্রসিকিউশন ব্যবস্থার মাধ্যমে সঙ্গে সঙ্গেই জরিমানা পরিষদ করে রশিদ নিয়ে নিতে পারবেন। কারণ পরবতীের্ত অনেকই সময়মতো জরিমানার টাকা পরিষদ করেন না। সেখানে অনেকের বিরুদ্ধে বিচারিক মামলা চালু হয়ে যায়। পুলিশ কমিশনার বলেন, কিছুক্ষণ আগেই একজনের ২০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে জরিমানা পরিষদ করে মামলা থেকে অব্যাহতি পেলেন। তাকে আর হয়রানি হতে হবে না। এ সময় নিজেই নিজেকে সচেতন করার আহŸান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার বসানো হয়েছে। এতে করে যানবাহনগুলো ধীরগতিতে চলে। আর শিক্ষাথীর্রা নিরাপদে যেতে পারে। এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুল আলম লোটন, মহানগর পুলিশের উপ-কমিশনার তানভির হায়দার চৌধুরী, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার অনিবার্ন চাকমা, মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলমসহ পুলিশের কমর্কতার্রা উপস্থিত ছিলেন।