নৌকা ছাড়া নিবার্চন করবেন না বাদল

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছেন, নিবার্চনে ১৪ দল অংশ নিলে তিনি নৌকা প্রতীকেই প্রাথীর্ হবেন। নৌকা ছাড়া হাতি মাকার্ নিয়ে নিবার্চনে করবেন না। সোমবার বোয়ালখালী উপজেলার নিজ বাড়িতে সাংবাদিক সৌজন্যে আয়োজিত নৈশভোজের আগে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি কালুরঘাটে সড়ক কাম রেলসেতু বাস্তবায়ন করার জন্য নিয়ে সংসদে ও ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে একাধিকবার বলেছেন। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আন্তরিক। তবে দুভার্গ্য বলতে হয় যে, তা এখনো একনেকে সভায় অনুমোদন পায়নি। কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন রোধ, প্রাথমিক-মাধ্যমিক-মাদ্রাসায় নতুন ভবন নিমার্ণ, ফায়ার সাভির্স স্টেশন স্থাপন, রাস্তাঘাট পাকাকরণসহ ব্যাপক উন্নয়নকাজ করা হয়েছে। এ ছাড়া স্বপ্ন ছিল, বোয়ালখালীতে তিন ধমার্বলম্বীদের তীথর্স্থলে কাজ করার। গত এক দশকে তা করা যায়নি। বেঁচে থাকলে তা বাস্তবায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেন সাংসদ। এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মনজুর আলম মাস্টার, আবুল ফজল বাবুল, ডা. অধীর বড়–য়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ মন্নান, বতর্মান সভাপতি মো. শাহীনূর কিবরিয়া মাসুদ, সহসভাপতি রাজু দে যুগ্ম সাধারণ সেকান্দর আলম বাবর, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অ্যাডভোকেট সেলিম চৌধুরী প্রমুখ।