বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

স্বদেশ ডেস্ক
বরিশালের বাবুগঞ্জে 'বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা ম্যারাথন-২০২১' উদ্বোধন করেন ইউএনও আমীনুল ইসলাম ও শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইবি রেজিমেন্ট, বরিশালের ক্যাপ্টেন আরাফাত -যাযাদি
মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন স্থানে 'বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা ম্যারাথন-২০২১' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর- বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শেখ হাসিনা সেনানিবাসের তত্ত্বাবধানে সহস্রাধিক অসামরিক ব্যক্তিদের অংশগ্রহণে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। ৫ কি.মি. ম্যারাথন দৌড় রহমতপুর ব্রিজ থেকে শুরু হয়ে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শেষ হয়। ম্যারাথন শেষে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও আমীনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আরাফাত, শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইবি রেজিমেন্ট, বরিশাল, এসিল্যান্ড মিজানুর রহমা, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহম্মেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার প্রমুখ। বাঘাইছড়ি (রাঙামাটি) : সকাল ১০টায় রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে সাদা কবুতর উড়িয়ে ম্যারাথন উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, ইউএনও শরিফুল ইসলাম, পৌরমেয়র জাফর আলী খান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, অধ্যক্ষ দেব প্রশাদ দেওয়ান প্রমুখ। প্রতিযোগিতায় পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নেন। নিয়ামতপুর (নওগাঁ) : বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউএনও জয়া মারীয়া পেরেরা ও সেনাবাহিনীর পক্ষে লে. শাহরিয়ার। প্রতিযোগিতায় উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার প্রায় সাত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।