সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রতিবাদ সভা \হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে জড়িয়ে জনসভায় কটূক্তিকর বক্তব্যের প্রতিবাদে সোমবার শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সূর্যমুখী থিয়েটারের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি এরশাদ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর্জা আবদুল গনি, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সুলতান আহমেদ, কবি রইছ মনোরম, আওয়ামী লীগ নেতা কাজল তালুকদার, নুরেশ মিয়া, সূর্যমুখী থিয়েটারের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হানিফ, নারীনেত্রী আকিকুন্নেছা বিউটি প্রমুখ। বর্ধিত সভা \হসুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমেশ উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস আফরোজা বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, রেজাউল আলম রেজা, মজনু হিরো, সৈয়দ মশিউর রাব্বানী আপেল, কাকলী আক্তার, রঞ্জু মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ শাহীন, সংগ্রাম সিং, এমএ আউয়াল কবীর, শহিদুল ইসলাম ও শেখ খবির উদ্দিন। অবহিতকরণ কর্মশালা \হগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নবিষয়ক অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা শিক্ষা কর্মকর্তা খ. ম জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মসূচি প্রধান জি.এম রুহুল আমিন, নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা \হইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুর উপজেলায় পণ্য বিপণন ও মনিটরিং কমিটির সদস্যদের সঙ্গে বাংলাদেশ ট্যারিফ কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম সচিব) শাহ মো. আবু রায়হান আলবেরুনী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান রোকন, সদর থানার পরিদর্শক (তদন্ত) আনছার উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, খাদ্য নিয়ন্ত্রক শাহানা ব্‌েগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিট পুলিশিং \হবদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সদর ইউনিয়ন পরিষদ পুলিশিং রুমে এসআই কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. রায়হান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়নের মহিলা সদস্য জোসনা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মাহাবুব আলম, কালিদাশ মন্ডল প্রমুখ। সচেতনতামূলকর্ যালি \হবাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা আনসার-ভিডিপির উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে-কোভিড-১৯ এর টিকা নিতে সচেতনতামূলকর্ যালির আয়োজন করা হয়।র্ যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলস্না আল মামুন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।র্ যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার, গাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আরিফুল হক মুকুল, থানার এসআই হাফিজুর রহমান, টিআই মো. শফিউল আলম, মো. আব্দুল আজিজ, কোম্পানি কমান্ডার মো. আরফান আলী সরকার, আনসার-ভিডিপি দলনেতা যোবায়ের আহম্মেদ প্রমুখ। মতবিনিময় সভা \হমির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি পর্যটন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিবুলস্নাহ, সাংবাদিক মো. শামসুল হক ও উত্তম গোলদার। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল মাদকের ভয়াবহতা নির্মূলে বিশেষ দিকনির্দেশনা দিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। দায়িত্ব গ্রহণ \হদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার নানা আয়োজনে পৌরসভার পঞ্চম পর্ষদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর পৌরসভা চত্বরে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের অংশগ্রহণে বিদায়ী মেয়র মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্দা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সুজন সভাপতি অজয় সাহা, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, পৌর প্রকৌশলী নওশাদ আলম, কাউন্সিলর নুরুল আকরাম খান প্রমুখ। আলোচনা সভা \হমানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি কোভিড-১৯ প্রতিরোধে খাগড়াছড়ির মানিকছড়িতে কোভিড-১৯ টিকাগ্রহণ ও উদ্বুদ্ধকরণ-বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের হলকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ শোয়েব, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. নাজিম উদ্দিনসহ সব ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার ও সদস্যরা। প্রতিবাদ সমাবেশ \হদাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মেঘনার ভাওরখোলায় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার ঢাকা-মেঘনা আঞ্চলিক সড়কে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মামলার বাদী সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিটন আব্বাসী, সেলিম মিয়া প্রমুখ। হত্যা মামলা প্রসঙ্গে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বলেন, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দায়িত্ব গ্রহণ \হরামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগঞ্জ ডল্টা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান। মঙ্গলবার কলেজ অধ্যক্ষ একেএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, উদ্যোক্তা ডা. আবদুর রহমান, শিক্ষানুরাগী বেলাল খান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, ব্যবসায়ী একেএম জসিম উদ্দিন প্রমুখ। দায়িত্ব গ্রহণের পর সভাপতি মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। চাল বিতরণ \হরাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের দুস্থদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কার্ডধারী দুস্থ পরিবারগুলোর মধ্যে এই চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ উপস্থিত থেকে এই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ রফিক, ইউপি সদস্য আবদুল মালেক, মোস্তাফিজুর রহমান, অজিত বিশ্বাস, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ লিটন প্রমুখ। ফাইনাল খেলা \হদাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মেঘনার তালতলিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ভাষা শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান। খেলায় তালতলি যুব সংঘকে হারিয়ে মুগারচর যুব সমাজ চ্যাম্পিয়ন হয়। প্রকল্প পরিদর্শন \হমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মহাদেবপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর (আশ্রয়ণ-২) প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকীর হোসেন। মঙ্গলবার তিনি উপজেলা সদরের ফাজিলপুর এলাকার বরেন্দ্র মোড়ে সরকারি জমিতে নির্মিত ১৬টি বাড়ি পরিদর্শন করে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমুখ। পাগড়ি প্রদান \হরামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার নয়নপুর সামছিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার ৩৪তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ এবং দোয়া মাহফিল সোমবার প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হাফেজ মাওলানা জুনায়েদুল হক এতিম হাফেজদের মাথার পাগড়ি প্রদান করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেওয়ান ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে ওয়াজ করেন ঘনিয়া দরবার শরীফের পীর ছাহেব হাফেজ মাওলানা জুনায়েদুল হক, যাত্রাবাড়ী বাইতুর রহমত জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মাদ আজাদ হুসাইন সালেহী, অধ্যাপক হযরত মাওলানা নাজমুল হক আকন্দ প্রমুখ। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী জাকির হোসেন খান। কার্ড বিতরণ \হপলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে ২৯৪ জন ভিজিডি উপকারভোগীর মধ্যে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে এসব ভিজিডি কার্ড ও চাল বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় জনপ্রতি ৬০ কেজি করে দুই মাসের চাল বিতরণ করা হয়। গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদুরুদ জামান ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে এছাড়া ১৫ জন প্রতিবন্ধীর মধ্যেও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন \হপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচতলা একাডেমিক কাম-ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। কলেজ অধ্যক্ষ আহাছান হাবিবের সভাপতিত্বে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার। দোকান ভস্মীভূত বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারে অগ্নিকান্ডে আব্দুল হামিদের বিসমিলস্নাহ মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়্যার গোডাউনসহ দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার শেষ রাতের দিকে এ আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানসহ বিভিন্ন মেশিনারিজ, মবিল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, ব্রেক অয়েলসহ অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বাজিতপুর ও কটিয়াদি ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফুটবল টুর্নামেন্ট \হরূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে গাজী টিভিকাপ ফুটবল টুর্নামেন্টে রজনীগন্ধা দলকে ১-০ গোলে হারিয়ে জুঁই দল বিজয়ী হয়েছে। পূর্বগ্রাম স্পোর্টস ইয়র্থস অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পূর্বগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহেদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী গ্রম্নপ ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর রহমান মেহের, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, বিএম আতিকুর রহমান, কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, এমায়েত হোসেন, তাবিবুল কাদির তমাল, সাইফুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন প্রমুখ। টাকা বিতরণ \হনিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আদিবাসী পরিবারের মধ্যে এককালীন টাকা বিতরণ করা হয়। এফসিডির অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (বিডিও) বাস্তবায়নাধীন রাইটস ফর এথনিক পিপুল টু আর্ন অ্যান্ড লিভিং (রিয়াল) প্রকল্প নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ও রসুলপুর ইউনিয়নের ৭৫৬টি আদিবাসী পরিবারের জীবনমান উন্নয়নের জন্য এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য ৩২০টি পরিবারকে সাত হাজার টাকা করে মোট ২২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। রসুলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিডিওর সভাপতি অধ্যাপক সাদেকুর রহমানের সভাপতিত্বে ও কর্মকর্তা আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিডিওর নির্বাহী পরিচালক আকতার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমুখ। ইসলামী মহাসম্মেলন \হদাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মেঘনা উপজেলার মোলস্নাকান্দি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা মহিউদ্দিন ফারুকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার প্রমুখ। কম্বল বিতরণ \হবড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বনপাড়া কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমুখ। কাজ উদ্বোধন \হআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, ঠিকাদার তাহিনুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা মাকদুম হোসেন, সহকারী শিক্ষক বেলাল হোসেন, মিহির সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। নির্বাচন \হশেরপুর প্রতিনিধি শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মেরাজ উদ্দিন ও আদিল মাহমুদ উজ্জল নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তারা এ মনোনয়নপত্র দেন। তার আগে গত ৭ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার শরিফুর রহমান জানান, সাধারণ সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন এবং ২ জনের মনোনয়নই বৈধ। আগামী ২৭ ফেব্রম্নয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পদে ভোটগ্রহণ চলবে।