দুই জেলায় পুলিশেরর্ যাংক ব্যাজ পেলেন ১০ জন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

বরিশাল অফিস
বরিশালে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরর্ যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন যাযাদি
বরিশাল জেলায় সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের ছয় উপ-সহকারী পরিদর্শককে ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। বুধবার নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর্ যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় পুলিশ সুপার কার্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, বরিশাল রেঞ্জের বিভিন্ন জেলায় কর্মরত ছয়জন নায়েক সম্প্রতি উপসহকারী পরিদর্শক (এএসআই) সশস্র পদে পদোন্নতি লাভ করেন। তারা হলেন- নায়েক এনামুল হক, নুরুজ্জামান মোলস্না, পংকজ কুমার সিকদার, কায়সার, জসিম উদ্দিন ও মঞ্জুরুল আলম। তাদের বরিশাল জেলায় পদায়ন করা হয়। এদিকে আমাদের স্টাফ রিপোর্টার নীলফামারী জানান, নীলফামারীতে পদোন্নতি প্রাপ্ত চার পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দিয়েছেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার বিকালে নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তদেরর্ যাংক ব্যাজ পরানো হয়। তারা হলেন, শ্রী সুজন চন্দ্র রায়, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাইফুল ইসলাম। পদোন্নতি প্রাপ্তদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে পুলিশ বিভাগ তথা দেশের সুনাম বাড়বে।