শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাখার নাম ভুল থাকায় ভাতা বঞ্চিত সখিপুরের মুক্তিযোদ্ধারা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধাদের এমআইএস (ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম) করার সময় ব্যাংকের শাখার নাম সখীপুরের স্থলে বাগেরহাট হওয়ায় মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতা তুলতে পারছেন না। গত পাঁচ দিন ধরে তিন শতাধিক মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংকে এসে ভাতা তুলতে না পেরে ফিরে গেছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৯৮৩ জন মুক্তিযোদ্ধা এমআইএসের অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে জীবিত রয়েছেন ৬২০ জন। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইএফটির মাধ্যমে (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে।

সখীপুর সোনালী ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিন শতাধিক মুক্তিযোদ্ধার অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছেনি। খোঁজ নিয়ে জানতে পেরেছেন এমআইএস করার সময় ভুলবশত ব্যাংকের শাখা লেখার অপশনে সখীপুর লেখা হলেও অটোমেটিক বাগেরহাট হয়ে গেছে। ফলে তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তাই বীর মুক্তিযোদ্ধারা টাকা তুলতে না পেরে ফিরে যাচ্ছেন।

উপজেলার বাঘেরবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, গোহাইলবাড়ী গ্রামের মিয়া উলস্নাহ ও বহুরিয়া গ্রামের ময়েজ উদ্দিন বলেন, তারা তিন দিন ধরে ভাতা তোলার জন্য ব্যাংকে অপেক্ষা করে ভাতা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কবে ভাতা তুলতে পারবেন তা কেউ বলতে পারছেন না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, 'এমআইএস করার সময় তথ্য পূরণে আমাদের কোনো ভুল হয়নি। তবে শাখার অপশনে অটোমেটিক সখীপুরের স্থলে বাগেরহাট হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য পাঠানো হয়েছে। আশাকরি দ্রম্নতই সমাধান হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে