বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সভা

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুষ্টিয়া সেক্টরের চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা আইসিপির বিপরীতে ভারতের অভ্যন্তরে গেঁদে বিএসএফ ক্যাম্পে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির পক্ষে নের্তৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান। এছাড়াও বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার এবং আরও ০৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বিএসএফ'র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী পি কে আনান্দ। এছাড়াও বিএসএফ দলে আরও ০৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) সৈয়দ সোহেল আহমেদ জানান, সম্মেলনে সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে কোনো ফসলাদি না লাগানো এবং মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং কাঁটাতারের বেড়া কাঁটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়।