শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

নগর পরিক্রমা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা সৎসঙ্গের উদ্যোগে শনিবার শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩তম আবির্ভাব বর্ষস্মরণ ও জেলা সৎসঙ্গের ৬২তম বার্ষিকী মহোৎসব উপলক্ষে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। নগর পরিক্রমা উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। জেলা সৎসঙ্গের সভাপতি সমীরন চৌধুরী কাচুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৎসঙ্গের সাধারণ সম্পাদক পলস্নব চন্দ, খোকন চক্রবর্তী, দীপক সেন বাচ্চু, গৌরাঙ্গ সরকার, ভবানন্দ সাহা রায় এসপিআর, প্রলয় সাহা, ডা. ভানু ঘোষ প্রমুখ।

সাধারণ সভা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার উপজেলা সমবায় সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউসিসিএ'র চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহসভাপতি এস প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন প্রমুখ।

সেমিনার অনুষ্ঠিত

বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার বরুড়ায় ছোটতুলাগাঁও মহিলা কলেজ মিলনায়তনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উদ্যোগে উচ্চ শিক্ষাবিষয়ক সেমিনার শুক্রবার অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান সৈয়দ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক সায়েকা রহমান, মুজিবুর রহমান, শামীমা সিদ্দিকা, গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী, ঢাকাস্থ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন, অ্যাডমিশন অফিসার গোলাম রাব্বানী প্রমুখ।

শোক সভা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে ডাড়কামারি (হিলিরডাঙ্গা) মোড়ে সারিসনদ সারজম বাহা আদিবাসীর সাঁওতাল ভাষা, সাহিত্য, ঐতিহ্য ও সাহিত্য চর্চাকেন্দ্র সংখ্যটলা, ঢুডুরমোড়ে অনুষ্ঠিত হয় ঢুডু সরেন ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর কুমারের যৌথ শোক সভা। সভায় বক্তব্য রাখেন কিশোর কুমারের সহধর্মিণী আভা রাণী রায়, জামাতা প্রিয়তম কুমার ঘোষ নিপুন, ঢুডু সরেনের সহধর্মিণী ফুলমনি মার্ডী, ছাত্র রবি সরেন, ফুলবাড়ী থানা আদিবাসী উন্নয়ন সমিতির চেয়ারম্যান চুনু টুডু, পল্টন সরেন, বাবুলাল টুডু, ডা. রামচন্দ্র রায়, বিমল মুর্মূ, বাবলু টুডু, সারি সনত সারজম বহার সেক্রেটারি বিমল সরেন, উকিল হেমরম, পারগানা, মাছুয়া মার্ডি, মনিকা মূর্মু, বিমল মুর্মূ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, বাহাদুর মুর্মূ, মানিক সরেন প্রমুখ।

কমিটি গঠন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অটোরিকশা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্চয় কল্যাণ তহবিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার উপজেলা শ্রমিক অটোরিকশা, টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্চয় কল্যাণ তহবিলের কার্যালয়ে মো. আ. রাজ্জাককে সভাপতি ও মো. মিন্টু মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের এ কমিটি ঘোষণা করেন ঘাটাইলের পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মাজহারুল ইসলাম, মো. শামছুল হুদা চৌধুরী, মো. মেছের আলী, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সমাজসেবক মো. গোলাম মোস্তফা, মো. আকবর হোসেন, ব্যবসায়ী মো. রাজা মিয়া, এসএম সাহেদ আহম্মেদ, মো. সুমন আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাউল সংগীত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া গ্রামে ব্যবসায়ী মোশারফ হোসেনের আয়োজনে শুক্রবার গ্রাম বাংলার চিরায়িত বাউল সংগীত অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছোট মনির এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, জেলা পরিষদ সদস্য এস এম রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার রফিক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাজাহান আলী, আওয়ামী লীগ নেতা প্রভাষক মিজানুর রহমান তালুকদার, মো. নজরুল ইসলাম, মিজানুর রহমান মজনু, আয়েশা আক্তার শিখা, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, মেহেদী হাসান মুকুল প্রমুখ।

গণসংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শুক্রবার কেডিসি প্রাঙ্গণে নবনির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর চিত্তরঞ্জন সরকারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিলস্নুর রহমান রোমান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, কাউন্সিলর সরল খান, সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন, ওয়ালিউলস্নাহ পারভেজ, মো. আমিরুল ইসলাম, সৌরভ চৌধুরী ধ্রম্নব প্রমুখ। পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান বলেন, এলাকার উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় পরিণত করার অঙ্গীকার করেন তিনি।

তাফসিরুল কোরআন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে মরহুম বজল আহমদের পরিবারের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুন্নি ১১তম তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ভূজপুরের পশ্চিম সিংহরিয়ায় বজল মেম্বারের বাড়িতে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আবুল হোসেন মুন্সির সভাপতিত্বে ও মোহাম্মদ তারেক আজিজের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আলস্নামা আবুল কাশেম নুরী, আলস্নামা শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, মাওলানা আব্দুর শাকুর আনসারী, মাওলানা সিরাজুল মোস্তফা আল নুরী প্রমুখ।

কাজ উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি

বিএডিসির পানাসি সেচ প্রকল্পের আওতায় নাটোরের লালপুর উপজেলার ৬.২ কিলোমিটার নান্দ খাল পুনঃখনন কাজ শনিবার উদ্বোধন করা হয়েছে। উপজেলার চাঁদপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিএডিসি নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদী হাসান। কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস্কেন্দার মির্জা, খাল খনন প্রকল্পের সভাপতি আতিয়ার রহমান, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী আলম, কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম প্রমুখ।

বিদায় সংবর্ধনা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের বদলিজনিত বিদায় সংবর্ধনা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি আব্দুল আলীম, সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, মিজানুর রহমান সৈয়দ সারোয়ার সাদী রাজু, শফিকুল ইসলাম শাহীন, ইব্রাহিম ভূঁইয়া, মামুন সরকার, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আল আমিন শোভন, ছানোয়ার হোসেন, মো. আব্দুর রহিম মিয়া, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মো. আলমগীর হোসেন, মো. রবিউল ইসলাম রবি, খন্দকার মাসুদ রানা, মাহমুদুল হাসান, ফুয়াদ হাসান রঞ্জু, মো. নাসির উদ্দিন প্রমুখ।

মৃতু্যবার্ষিকী পালিত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফটিক মাস্টারের ১ম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাঘাব ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মরহুমের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. হারুনুর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মো. জহিরুল হক ভূঞা মোহন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম ভূঞা রাখিল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসীন নাজির, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সম্পাদক বিনয় কৃষ্ণ গোস্বামী, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপস্নব চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, নরসিংদী জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে