মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

পুণ্যস্নান অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত কয়ড়া কালীমন্দির ঘেঁষে প্রবাহিত চন্দনা-বারাসিয়া নদীতে শনিবার পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও নানা আয়োজনের পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের অন্যতম পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। শনিবার পুব আকাশে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। এই তীর্থস্নানে প্রতি বছর দশ সহস্রাধিক মানুষ অংশ নেন বলে জানা যায়।

গুরুপূজা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রী শ্রীমদ্‌ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শ্রী শ্রী গুরু পূজার ৬ষ্ঠতম বর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রী গুরু সংঘ উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরের কলেজ রোড (শীলবাড়ি) এলাকায় শ্রী গুরু সংঘ আশ্রম থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সঞ্জিব কুমার, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ সাহা, শ্রী গুরু সংঘ আশ্রমের সভাপতি বাবু শ্যামল চন্দ্র কর্মকার প্রমুখ অংশ নেন।

সংবর্ধনা প্রদান

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ডে সামাজিক সংগঠন চক্রবাক ক্লাবের উদ্যোগে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার দক্ষিণ ঘোড়ামারা বেড়িবাঁধ সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুন। সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সালামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট ভবোতোষ নাথ, ইম্পেরিয়াল হাসপাতালের সিএফও ও কোম্পানি সচিব এম মনোয়ারুল হক (এফসিএমএ), ক্লাবের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন খোকন, সাবেক সভাপতি একরামুল হক আজাদ, ফেরদাউস আকবর, মফিজুর রহমান সাজ্জাদ, সুফিউর রহমান টিপু, সাবেক সাধারণ সম্পাদক এটিএম এনায়েত উলস্নাহ ও আ ম ম জায়াদ।

প্রসাদ বিতরণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ের চন্দ্রপ্রতাপ বাশাইল গ্রামে শ্রী শ্রী বাবা অঘোর সাধুর আশ্রমে ৯১তম বাৎসরিক ভোগ উপলক্ষে শনিবার প্রাসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চন্দ্রপ্রতাপ বাশাইল শ্রী শ্রী বাবা অঘোর সাধুর আশ্রম প্রাঙ্গণে আশ্রম কমিটির সভাপতি নিরঞ্জন সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিক খান, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামউদ্দিন আহম্মেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রথীন সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুকুমার সরকার, অঘোর সাধুর ভক্ত রঘু বিশ্বাস প্রমুখ।

মিলন মেলা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের উদ্যোগে বিদ্যালয় চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলার আয়োজন করা হয়। শুক্রবার ৮৭ ব্যাচের সদস্যদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান শেষে সদস্যদেরর্ যাফেল ড্র অনুষ্ঠিত হয়। মিলন মেলার আহ্বায়ক সাংবাদিক জিএ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শামসুজ্জামান ডাবলু, ব্যাংকার শাহনেওয়াজ রিপন, পৌর কর্মকর্তা এএনএম মোস্তফা কামাল, হাবিবুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা পাপিয়া সুলতানা, পৌর কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি প্রমুখ।

কর্নার উদ্বোধন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় প্রথম বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। শনিবার পৌর মেয়র মো. রফিকুল ইসলাম এ কর্নারের উদ্বোধন করেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উলস্নাহ আনছারী, উপাধ্যক্ষ এএইচএম অলিউলস্নাহ, মুহাদ্দিস মো. ফয়জুল আলম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম মিয়াজি, আলমগীর কবির, মো. সামছুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় উপজেলা পর্যায়ে 'কমিউনিটি ভিত্তিক কার্যক্রম (সিএসটি)' বাস্তবায়নে অবহিতকরণ সভা শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে সেভ দ্য চিলড্রেন পরিচালিত ইউএসএইডের আর্থিক সহায়তায় অবহিতকরণ সভায় ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস প্রমুখ।

টিকাগ্রহণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনার টিকা গ্রহণ করেছেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। একই সঙ্গে তার পরিবারের আরও ২০ সদস্য টিকাগ্রহণ করেন। শনিবার টিকাগ্রহণ শেষে সরকারি নির্দেশনা মেনে নির্ভয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান। এ সময় বকশীগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, ডা. সিদ্ধেশ্বর সাহা, রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ

বাবু, ছাত্রলীগ নেতা

আলভী তালুকদার প্রমুখ

উপস্থিত ছিলেন।

অনুদান প্রদান

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজারের নাইট গার্ড জামাত আলীর (৫৫) পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা। শনিবার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়িতে জামাত আলীর স্ত্রীর হাতে অনুদানের এই অর্থ তুলে দেন ওসি। গত ২২ ফেব্রম্নয়ারি মথুরাপুর বাজারে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জামাত আলী। আইনশৃঙ্খলা রক্ষায় ধুনট থানা পুলিশের পাশাপাশি নাইট গার্ড জামাত আলীও অনেক অবদান রেখেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জামাত আলীর আকস্মিক মৃতু্যতে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে অসহায় হয়ে পড়েছেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নাইট গার্ড জামাত আলী পুলিশকে অনেক সহযোগিতা করেছেন। তাই তার মৃতু্যতে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। অনুদান প্রদানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ধুনট থানার এসআই প্রদীপ কুমার, আব্দুল আজিজ ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা।

সংবর্ধনা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. সাইদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন। শুক্রবার মুন্ডুমালা আওয়ামী লীগ অফিস চত্বরে ফেডারেশনের রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি আব্দুলস্নাহ আল মতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটি মহাসচিব মো. আজিজুল হক রাজা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় মহাসচিব আ. সালাম রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য খাদেমুল ইসলাম, রাজশাহী বিভাগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুলস্নাহ আল মতি, মহানগর সভাপতি সোনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম ডলার ও সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ।

আহ্বায়ক কমিটি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি শুক্রবার গঠন করা হয়। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলামকে আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়েরকে সদস্য সচিব করা হয়েছে। চার সদস্যের কমিটির বাকি দুই সদস্য হলেন- ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. সাগর হোসেন ও দৈনিক ভোরের কাগজের রকি আহমেদ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ অনুযায়ী সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে সেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে চার সদস্যের নতুন এই আহ্বায়ক কমিটি

করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে