দেশে কৃষকরাই রিয়েল হিরো -দীপক কুমার

প্রকাশ | ০১ মার্চ ২০২১, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব দীপক কুমার সরকার বলেছেন, কৃষকরাই রিয়েল হিরো, কারণ তারা করোনাকালীন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ফসল উৎপাদন করে বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন। তাদের কারণেই দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনাদের কারণে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি শনিবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বলস্নবপুর গ্রামে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জি.কে.বি.এস.বি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী দুই শতাধিক কৃষকের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাছরুল মিলস্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের উপসচিব মোহম্মদ সোলায়মান। কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জি.কে.বি.এস.বি প্রকল্পের পরিচালক মো. আলমগীর বিশ্বাস, উপ-পরিকল্পনা পরিচালক মো. তৌহিদীন ভুঁইয়া, প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলী। , কৃষক আসাদুজ্জাম ফকির, সঞ্জয় চক্রবর্তী, খুকুমনি বেগম প্রমুখ।