বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে জাতীয় বীমা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০২ মার্চ ২০২১, ০০:০০

'মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার' এ প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে সোমবার পালিত হয়েছে জাতীয় বীমা দিবস-২০২১। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। আমাদের আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট :

খুলনা : খুলনায় জাতীয় বীমা দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস। এ সময় জীবন বীমা কর্পোরেশনের ডিজিএম অরুণ কুমার চক্রবর্তী, সাধারণ বীমা কর্পোরেশনের এজিএম মশিউর রহমান, পপুলার লাইফ ইন্সু্যরেন্সের প্রতিনিধি সাইফুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। পরে খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে 'বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব'বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান এবং বিভিন্ন বীমা কোম্পানির বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

নেত্রকোনা : নেত্রকোনায় বেস্ট লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের উদ্যোগে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মোক্তারপাড়া পাবলিক হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের ময়মনসিংহ বিভাগের ডেভলপ অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুম হাসান জামাল, ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স কোম্পানির জোন ইনচার্জ মুহাম্মদ পারভেজ খান, প্রাইম লাইফ ইন্সু্যরেন্সের জোন ইনচার্জ মুহাম্মদ ফজলুল হক প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে উপজেলা প্রশাসনের সহায়তায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স কোম্পানি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের সহকারী এরিয়া ইনচার্জ (জনবীমা) বাবলুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, কবির ইকবাল ও আব্দুর রশিদ, শাখা ব্যবস্থাপক মো. হাসান ও মহসিন হোসেন।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব। ফারইস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানির উপজেলা প্রতিনিধি কামরুল হাসান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্‌ নুসরাত জাহান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম.এ মোমেন, ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের জেলা কো-অর্ডিনেটর এস.এম আবু কাউছার, পপুলার লাইফ ইন্সু্যরেন্সের অতিরিক্ত প্রকল্প ইনচার্জ শহিদুল ইসলাম, যমুনা লাইফ ইন্সু্যরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালাক মো. নুর নবী সোহেল প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতারুন নেছার সভাপতিত্বে ও ডেল্টা লাইফ ইন্সু্যরেন্সের ম্যানেজার আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম। কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, আবুল কালাম আজাদ।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় বেস্ট লাইফ ইন্সু্যরেন্সের কলমাকান্দা সাংগঠনিক শাখার উদ্যোগে জাতীয় বীমা দিবস শোভাযাত্রা ও পথসভার মাধ্যমে পালিত হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ, বেস্ট লাইফ ইন্সু্যরেন্সের কলমাকান্দা শাখার অফিস ইনচার্জ শাকিলা ইয়াছমিন, ম্যানেজার ইমরান হোসেন, আয়েশা আক্তার, জিনিয়া সুলতানা, আকিজা বেগম প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় শোভাযাত্রা শেষে জীবন বীমা কর্পোরেশনের নজিপুর শাখা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। নজিপুর শাখার ডি.এম ইনচার্জ ইব্রাহিম হোসেন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল হক মোলস্না।

বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও গোলাম মোরশেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আব্দুল কাদের, বারহাট্টা ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্সের ইনচার্জ মো. জাকারিয়া, বেস্ট লাইফ ইন্সু্যরেন্সের রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : বগুড়ার সোনাতলায় সোমবার সকালে সানলাইফ ইন্সু্যরেন্স কোম্পানি লিমিটেড উপজেলা শাখার আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার জিএম মাওলানা আ. শহীদ, ব্রাঞ্চ ম্যানেজার মো. মিনারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন ভারপ্রাপ্ত ইউএনও আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার, কাজী আনোয়ার হোসেন, মো. মজিবুর রহমানসহ বিভিন্ন ইন্সু্যরেন্সের প্রতিনিধিরা।

ডামুড্যা (শরীয়তপুর) : শরীয়তপুরের ডামুড্যায় শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। সোমবার বেলা ১১টায় ইউএনও অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনসু্যরেন্স কোম্পানির অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ নান্নু মৃধা, উপজেলা জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার (ইনচার্জ) মো. জিলস্নুর রহমান, ফারইষ্ট ইসলামী লাইফ ইনসু্যরেন্স কোম্পানির ইনচার্জ মোসলেহ্‌ উদ্দিন হাওলাদার, মেঘনা লাইফ ইন্সু্যরেন্সের ইনচার্জ আবু তালেব, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি কালাম সরদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে