পাবনায় পক্ষকালব্যাপী বইমেলা শুরু

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনায় পক্ষকালব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি -যাযাদি
পাবনায় ১ মার্চ সোমবার থেকে পক্ষকালব্যাপী বইমেলা শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌরমুক্ত মঞ্চ (টাউন হল) চত্বরে মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ভাষাসৈনিক রণেশ মৈত্র ও সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম হাসনাইন। রাজধানী ঢাকার পরে মফস্বল জেলার মধ্যে পাবনার এই বইমেলা উলেস্নখযোগ্য। বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। এছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, একুশে পদকপ্রাপ্ত গোলাম হাসনাইন, নাগরিক মঞ্চের আহ্বায়ক ইদ্রিস আলী বিশ্বাস। , পাবনা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিলস্নু। মেলায় ৪৪টি স্টল দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে।