বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে ভোটার বেড়েছে সাড়ে সাত শতাংশ

নাটোর প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২১, ০০:০০

ভোটার হালনাগাদ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির হিসাবে নাটোরে ভোটার সংখ্যা বেড়েছে সাড়ে সাত শতাংশ। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই তথ্য জানিয়ে বলা হয়, ২০১৯ সালে হালনাগাদ কর্মসূচির আওতায় জেলায় ভোটার সংখ্যা বেড়েছে মোট ৯৭ হাজার ৩৫৩ জন।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলামসহ অন্যান্য কর্মকর্তা। সভায় বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বড় প্রাপ্তি-যা নাগরিক সেবা গ্রহণে সহায়ক ভূমিকা পালনের মধ্য দিয়ে জীবনকে সহজ ও সুন্দর করছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে ২০১৯ সালে ভোটার হালনাগাদ কর্মসূচির আওতায় আবেদনকারী ব্যক্তিদের মধ্যে থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত মোট ১৪ ব্যক্তির হাতে অনুষ্ঠানের সভাপতি স্মার্ট জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করেন। এই কর্মসূচির আওতায় বিদ্যমান ১৩ লাখ চার হাজার ১৬৪ জন ভোটারের সঙ্গে তালিকায় নতুন ৯৭ হাজার ৩৫৩ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। একই সময়ে ভোটার তালিকা থেকে মৃতু্য, স্থানান্তর ইত্যাদি কারণে বাদ পড়েছেন ১৫ হাজার ৬০৭ জন ভোটার। বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার ৯১০ জন। ভোটার সংখ্যা বৃদ্ধির হার ৭.৪৬ শতাংশ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম বলেন, ভোটার তালিকায় নতুন অন্তর্ভুক্ত ৯৭ হাজার ৩৫৩ জন ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র জেলার সাতটি উপজেলা নির্বাচন অফিস ছাড়াও জেলার আটটি পৌরসভার ওয়ার্ড এবং ৫২টি ইউনিয়ন পর্যায়ে বিতরণ কাজ গত ১৭ ফেব্রম্নয়ারি শুরু হয়েছে। বিতরণ কার্যাক্রম চলতি মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে