শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নানা কর্মসূচিতে জাতীয় ভোটার দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৩ মার্চ ২০২১, ০০:০০
জামালপুরের বকশীগঞ্জে ভোটার দিবস উপলক্ষের্ যালি বের করা হয় -যাযাদি

'বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়'- এই সেস্নাগানকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

নেত্রকোনা : জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুন্‌সী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সুহেল মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ইদি আমিন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। জেলা নির্বাচন অফিসার মো. জিলস্নুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোহাম্মদ আকন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

গাইবান্ধা : জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ প্রমুখ।

সুজানগর (পাবনা) : উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন অফিসের অফিস সহকারী রেজাউল হোসেন। এর আগে বেলুন উড্ডয়ন করে উক্ত দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান।

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, উপজেলা পলস্নী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলস্নাহ হোসনা প্রমুখ উপস্থিত ছিলেন।

চিলমারী (কুড়িগ্রাম) : উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এডবিস্নউএম রায়হান শাহ্‌, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রাশীদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী, থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে কয়েকজন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

দৌলতপুর (কুষ্টিয়া) : উপজেলা নির্বাচন অফিস চত্বরে সভার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী ইফতেখার আহমেদ জোয়ার্দ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক, মজিবর রহমান মাস্টার, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আযম প্রমুখ।

কয়রা (খুলনা) : উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মো. হযরত আলী। এছাড়া বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান আলহাজ আমির আলী গাইন, আব্দুস সাত্তার পাড়, শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহাসিন আলী।

মোহনগঞ্জ (নেত্রকোনা) : ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র লতিফুর রহমান রতন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক, কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, ওসি আব্দুল আহাদ খান প্রমুখ। আলোচনা শেষে পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪৫ জন নতুন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

রাজাপুর (ঝালকাঠি) : উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উলস্নাহ বাহাদুর, নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুব, পলস্নীবিদু্যতের এজিএম রাজন কুমারদাস প্রমুখ।

বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে শোভাযাত্রার আলোজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা নির্বাচন অফিসার কাজী সহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

জীবননগর (চুয়াডাঙ্গা) : ইউএনও এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেষ চন্দ্র পাল, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, ডা. সজল আহাম্মেদ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও সাজাইল ইউপি চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম, পরিসংখ্যান কর্মকর্তা মো. ওসমান গনি।

পলাশ(নরসিংদী) : পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াছমিনের নের্তৃত্বের্ যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোছা. জোবাইদা খাতুন, জিনারদী ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেয়।

ঘোড়াঘাট (দিনাজপুর) : একজোড়া পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিউল আলম। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার চন্দ্র।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : জেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও খুলনার সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নুর, উপজেলা মৎস কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কবির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে