সিঙ্গাইরে ছাত্রলীগ নেতা মিরুকে কুপিয়ে হত্যা

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ০০:০০

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (২৫) মিরুকে কুপিয়ে হত্যা করেছে নিজ দলের সন্ত্রাসীরা। নিহত মিরু পৌরসভার ২নং ওয়ার্ডের আজিমপুর (রঙের বাজার) গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিঙ্গাইর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। গত সোমবার রাত দেড়টায় উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন গোডাউনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন মিরু। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের অভিযোগ, পূর্বশত্রম্নতার জেরে মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার পুলিশ পরিদর্শক (ওসি) রকিবুজ্জামান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাইর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোলস্না মোহাম্মদ দুলাল ও উপজেলা ছাত্রলীগ সাধারণ ফারুক হোসেন মিরুর মধ্যে বিরোধ দেখা দেয়। গত সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের উপজেলার ভাকুম গ্রামের বাসায় গানের অনুষ্ঠানে যান মিরু। অনুষ্ঠান শেষে রাত দেড়টায় মোটরসাইকেলে করে পৌর এলাকার আঙ্গারিয়া মহলস্নার ভাড়া বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন গোডাউনের সামনে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল থেকে নামিয়ে মিরুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে মিরুকে হত্যা করা হয়েছে। থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে রাত ২টায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিরুকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। চিকিৎসক রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, হত্যাকান্ডটি নিয়ে পুলিশ কাজ করছে। শিগগিরই হত্যার প্রকৃত কারণসহ হামলাকারীরা গ্রেপ্তার হবে।