বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে নেত্রকোনার ডিসি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৪ মার্চ ২০২১, ০০:০০

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, বিল পুনঃখননের মাধ্যমে এলাকায় মাছের অভয়াশ্রমের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ করা হবে। দেশের মৎস্য চাহিদা পূরণে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ আহরণের বিকল্প নেই।

সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের তাতিয়র জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরের যোগ্য বিল পুনঃখনন (অংশ-১) স্কিমের মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর ফজলুল কবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ঠাকুরাকোনা ইউপি চেয়ারম্যান আবদুর রেজ্জাক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে