এক ট্রিপে ২৩৫ মণ ইলিশ শিকার

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কক্সবাজারের বাঁশখালী এলাকার মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেনের একটি ট্রলারের জেলেরা গত বৃহস্পতিবার গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। ওই ট্রলারের দক্ষ মাঝি মো. মোস্তফার তত্ত¡াবধানে ১৬ জন জেলেরা এক ট্রিপে ২৫৩ মন ইলিশ শিকার করে শনিবার সকালে কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুর ফিরে আসে। আলীপুর এলাকার ‘রহিম খান ফিস’ নামে একটি মৎস্য আড়তে ৩৮ লাখ টাকায় বিক্রি করেছেন ওই ইলিশ। এক ট্রিপে ২৩৫ মন ইলিশ এ বছরের সবোর্চ্চ শিকার বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে একটি ট্রলারে একবারে ৩৮ লাখ টাকা ইলিশ বিক্রি করায় খুশি ওই ট্রলারের জেলেরা।